ডেস্ক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন অনেক আগেই। এবার সব ধরণের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার থিয়েরো অরি।
নিজের অফিশিয়াল ওয়েবসাইটে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে বর্ণাঢ্য এক ক্যারিয়ার অতিবাহিত করে বুটজোড়া তুলে সিদ্ধান্ত নিয়েছেন রাখার ৩৭ বছর বয়সী অরি।
ওয়েবসাইটে তিনি জানান, ‘২০ বছরের খেলোয়াড়ি জীবন শেষে আমি এ সিদ্ধান্ত নিয়েছি। এ বছর গুলোতে আমি অনেক কিছু শিখেছি, অনেক অভিজ্ঞতা লাভ করেছি।’
তিনি আরো জানান, ‘ফুটবল জীবনে আমি অনেক পথ পাড়ি দিয়েছি। ক্লাব ফুটবলের দীর্ঘ ক্যারিয়ারে আমি মোনাকো, জুভেন্টাস, আর্সেনাল, বার্সেলোনা এবং নিউ ইয়র্ক রেড বুলসের হয়ে খেলেছি। এ ক্লাবগুলো, বিশেষ করে আমার জাতীয় দলের হয়ে খেলা আমার কাছে বিশেষ কিছু। আমার সকল ভক্ত এবং সতীর্থদের ধন্যবাদ জানাই।’
তিনি আরো জানান, খেলোয়াড়ি জীবনকে বিদায় জানালেও ফুটবলের সঙ্গেই থাকবেন। লন্ডনে স্কাই স্পোর্টসের বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন এ ফরাসী তারকা।
১৯৯৮ বিশ্বকাপজয়ী এ তারকা ২০০০ সালে জাতীয় দলের হয়ে জিতেছিলেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপ। দেশের হয়ে ১২৩ ম্যাচে তার গোল সংখ্যা ৫১।