ঢাকা : রাজধানীর হাজারীবাগ এলাকার সাবেক এমপি ও বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বডিগার্ড আফজাল হোসেন ওরফে গালকাটা সাত্তার খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী ইমনের সহযোগী ইব্রাহিম হোসেন বুলু গ্রেফতার হয়েছে।
হাজারীবাগ থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় রায়েরবাজার শেরেবাংলা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বুলু মামলার এজাহারভুক্ত আসামি।
গত রোববার দিনদুপুরে হাজারীবাগ তিন মাজার মসজিদ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন গালকাটা সাত্তার। তিনি ছিলেন ৪৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। বাসা ৮২ নম্বর মনেশ্বর রোড। এ ঘটনায় ওই দিনই নিহত সাত্তারের মা ফিরোজা বেগম বুলুসহ ৫/৬ জনের নাম উল্লেখ্য করে হাজারীবাগ থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার সাব-ইন্সপেক্টর জমসেদ আলম জানান, গ্রেফতারকৃত বুলুও একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। নিহত সাত্তার ও বুলুর বাসা একই মহল্লায়। একই সঙ্গে তারা চলাফেরা করতো। ধারণা করা হচ্ছে, বুলু এই খুনের পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান