সাভার : ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের কেলিয়া এলাকা থেকে সাড়ে তিন কেজি স্বর্ণের বারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ৩টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার উথুলি গ্রামের মজনু মিয়ার ছেলে এনামুর রহমান, আনোয়ার হোসেনের ছেলে সেকেন্দার আলী ও চুয়াডাঙ্গা জেলার শৈলশরা এলাকার ফজলুর রহমানের ছেলে হাসিবুর রহমান।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা (উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজীম ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কেলিয়া খাতরা কসমচ এলাকায় অভিযান চালায়। পরে চিত্রা নামে একটি পরিবহনে তল্লাশি চালিয়ে সাড়ে তিন কেজি ওজনের ৩০টি স্বর্ণের বার জব্দ করা হয়। এ সময় ৩ জনকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, বিদেশ থেকে বিমানবন্দর হয়ে আসা চোরাই স্বর্ণের বারগুলো ঢাকার বাবু বাজার থেকে চুয়াডাঙ্গার আয়নাল হক নামের এক ব্যক্তির কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান