ঢাকা : জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের সাম্প্রতিক বিতর্কীত ইস্যু নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, এই ঘটনায় রুবেল যদি দোষী হয় তাহলে বোর্ড থেকে সে কোন সাহায্য পাবে না।
মঙ্গলবার শহীদ জুয়েল ও শহীদ মুস্তাক স্বরণে দেশের সাবেক ক্রিকেট তারকাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবস প্রীতি ম্যাচ। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেছেন বিসিবি সভাপতি।
রুবেল হোসেনের বিতর্কিত বিষয়টি নিয়ে বোর্ডের অবস্থান কী- জানতে চাইলে নাজমুল হাসান পাপন বলেন, ‘যেটা হয়েছে আমরা এখন পর্যন্ত মনে করি এটা তার (রুবেলের) ব্যক্তিগত ব্যাপার। সে যদি অন্যায় করে তাহলে তার শাস্তি হবে। বাংলাদেশের আইন অনুযায়ী তাকে শাস্তি পেতে হবে। তবে যদি সে (রুবেল) নির্দোষ হয়, এখন যে রকমটা আভাস পাওয়া যাচ্ছে। এটা (নির্দোষ) সে বলেছে। তাহলে বোর্ড তাকে পূর্ণ সহায়তা দেবে। কিন্তু কোন দোষী ব্যক্তি আমাদের কাছ থেকে কোন সাহায্য পাবে না।’
কিছুদিন পরই বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে বিসিবি। এই অবস্থাতে রুবেলকে কি চূড়ান্ত দলে রাখা হবে-এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেছেন, ‘এই মুহূর্তে এটা বলা কঠিন। আগামী দশ-পনের দিনের মধ্যে বুঝা যাবে যে বিষয়টা কোন দিকে যাচ্ছে। তার উপর আমরা সিদ্ধান্ত নিব যে সে (রুবেল) স স্কোয়ার্ডে থাকবে কি থাকবে না।’
উল্লেখ্য- গত শনিবার বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ এনে জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন নাজনীন আক্তার হ্যাপী নামের এক চিত্র নায়িকা। এরপর থেকেই বিষয়টি নিয়ে সারা দেশে আলোচনা-সমালোচনার ঝড় শুরু হয়।
গতকাল সোমবার পেসার রুবেল হোসেন হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে ৪ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে হাইকোর্ট।