নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের মজুমদারহাট থেকে টিপু ও সাজু নামে দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, ওই এলাকার হারুন অর রশিদের ছেলে টিপু ও মোহাম্মদ মিয়ার ছেলে সাজুর নেতৃত্বে একদল সন্ত্রাসী সম্প্রতি মজুমদারহাটের আতিক এন্ড সন্স সেনেটারি দোকানের মালিক মো. সামছুল আলমের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা গত ৯ ডিসেম্বর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সামছুল আলমের ছোট ভাই সাদ্দাম হোসেন ও সাকিলকে কুপিয়ে আহত করে।
এ সময় তারা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালায় এবং ২ লাখ ৩৩ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সামছুল আলম বাদী হয়ে থানায় টিপু, সাজু, মহসিন, শাকিল ও ফয়সালকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা করায় তারা ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দুপুরে ব্যবসায়ী সামছুল আলমকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে বাজারে আসে। ব্যবসায়ীরা টের পেয়ে তাদের গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজ সাজু ও নোমানকে গ্রেফতার করে।
এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আইনুল হক বলেন, আমি সারা দিন মিটিংয়ে ছিলাম। আমাকে মোবাইলে জানানো হয়েছে। বিষয়টি আমি দেখছি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান