বাংলার খবর২৪.কম: ঢাকার কেরানীগঞ্জে বরযাত্রীবাহী একটি মাইক্রোর সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অসংখ্য যাত্রী আহত হয়েছেন।
আজ বিকেল পৌঁনে তিনটায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিনজন। এদিকে গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে তাদের মধ্য থেকে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর।
জানা গেছে, ঢামেক হাসপাতালে মৃত ব্যক্তি হলো মাইক্রোবাসের চালক কাউসার আহমেদ। নিহত কাউসার মুন্সীগঞ্জ জেলার শাবিলদী পীরনগরের হাসান আলীর পুত্র। চিকিৎসাধীন আহত অন্যরা হলেন- বরযাত্রী শিল্পি, শওকত ও সেন্টু। মাইক্রোটিতে মোট যাত্রী সংখ্যা ছিল ১১ জন। আহত অন্যান্যদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমাদের স্থানীয় প্রতিনিধি জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর ও আব্দুল্লাহপুর এর মাঝামাঝি সড়কে। বরযাত্রীদের মাইক্রো বাসটি মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে ছেড়ে এসেছিলো এবং বাসটি ছিল ঢাকা-মাওয়া যাতায়াতকারী ইলিশ পরিবহনের।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান