ঢাকা : খালেদা জিয়াকে রাজাকার পরিত্যাগের আহবান জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, রাজাকার নিয়ে ঘর-সংসার করেন আপনার লজ্জা করেনা? এদের পরিত্যাগ করুন, না হলে ঢাকাবাসীকে নিয়ে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার বিকেলে বিজয় দিবসের র্যালির পূর্বে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আপনার খবর আছে। আওয়ামী লীগকে হুমকি দেন। এসে দেখে যান গাবতলী ও বুড়িগঙ্গা দিয়ে বিজয় মিছিল শুরু হয়েছে। আপনার যুদ্ধাপরাধীদের শায়েস্তা করতে সবাই প্রস্তত।
‘আওয়ামী লীগ হায়েনার মত আচরণ করছে’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, আওয়ামী লীগ নয়, বরং খালেদা জিয়া ও মির্জা ফখরুলই ২০০১-০৬ সালের হায়েনা। আপনারা আন্দোলনের হুমকি দেন, আসুন দেখিয়ে দেই আন্দোলন কাকে বলে। আওয়ামী লীগ জানে আন্দোলন কী। আমাদেরকে আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই। আপনার ডাকে কেউ সাড়া দেবে না। ৫০০-১০০০ কর্মী নিয়ে আন্দোলন হবে না। আপনাদের সকল ষড়যন্ত্র মাঠে থেকে প্রতিরোধ করবে আওয়ামী লীগ।
সমাবেশে খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, আপনি যতই আস্ফালন করেন আমাদের নেতাকর্মীরা ততই চাঙ্গা হয়। আজকের এই লাখ লোকের বিজয় মিছিল প্রমাণ করে শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানাক, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ছাত্রলীগ সভাপতি এএইচএম বদিউজ্জামান সোহাগ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান