বাংলার খবর২৪.কম: ঢাকা মহানগর বিএনপি’র আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, আজকের কালো পতাকা মিছিল সরকারের বিরুদ্ধে নয়। এটা গাজায় নিরীহ নারী ও শিশুদের ওপর ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ। তাই আজকে সরকার বিরোধী কোনো স্লোগান হবে না। আজ শুধু ইসরায়েল বিরোধী স্লোগান হবে।
শনিবার বিকেল সাড়ে ৩টায় বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গাজায় গণহত্যার প্রতিবাদে ২০ দলের কালো পতাকা মিছিল শুরুর আগে তিনি এসব কথা বলেন।
এর আগে মিছিলে অংশ নিতে দলীয় কার্যালয়ের সামনে হাজার হাজার নেতা-কর্মী জড়ো হন। এ সময় কালো পতাকায় ছেয়ে গেছে রাজধানীর পল্টন এলাকা।
মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে মালিবাগ গিয়ে শেষ হবে।
মিছিলটি যে সব দল অংশ নিয়েছে- মহিলা দল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয় পার্টি (কাজী জাফর), স্বেচ্ছাসেবক দল, জামায়াত ইসলামী, জাতীয় পার্টি (বিজেপি), ঢাকা মহানগর বিএনপি, ইসলামী ঐক্যজোট, মৎসজীবী দল, এলডিপি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, কল্যাণ পার্টি, শ্রমিক দল, পিপলস পার্টি, বাংলাদেশ ন্যাপ, মুক্তিযোদ্ধা দল, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, ওলামা দল, লেবার পার্টি, কৃষক দল, ন্যাপ ভাসানী, ইসলামিক পার্টি, জাসাস, ডেমোক্রেটিক লীগ, জমিয়াতে ওলামা, পিপলস লীগ, তাঁতী দল, সাম্যবাদী দল এবং যুবদল
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান