ঢাকা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি স্বর্ণ ও বিদেশি মুদ্রাসহ ৫ জনকে আটক করেছে র্যাব। বিমানবন্দর থেকে স্বর্ণগুলো অবৈধভাবে নেওয়ার চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে র্যাব।
আটককৃতরা হলো- মো. মঞ্জুর হোসেন (৪৮), হাজী মো. আনোয়ার হোসেন (৬০), হাজী মো. ফারুক মিয়া (৪৪), মো. ইউসুফ (২৬), ও মোহাম্মদ আব্দুল্লাহ (২৪)।
আটককৃতদের শরীর ও ব্যাগ তল্লাশি করে ৬টি বারে ৫৯৮ গ্রাম স্বর্ণ, ৪৬টি স্বর্ণের চেইন, ৯টি স্বর্ণের আংটি পাওয়া যায়। এছাড়াও একটি টয়োটা প্রাইভেটকার, ৭৬৭ বিদেশী মুদ্রা ও সাড়ে ৪৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান