চুয়াডাঙ্গা : মাগুরা থেকে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে মাগুরা পল্লী বিদ্যুৎ অফিসের কাছ থেকে এগুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়, চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামানের নেতৃত্বে উথলী বিশেষ ক্যাম্পের কমান্ডার তোতা মিয়া সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে মাগুরা পল্লী বিদ্যুৎ অফিসের কাছে বেনাপল সীমান্ত থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাককে গতিরোধ করে। এসময় চালকসহ ৪ জন পালিয়ে যায়। পরে ট্রাক তল্লাশি করে দেড় কোটি টাকার বিভিন্ন রকমের ভারতীয় মালামাল জব্দ করা হয়।
চুয়াডাঙ্গাস্থ-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান বিকেল সাড়ে ৩ টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘটনাটি নিশ্চিত করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান