ঢাকা : দৈনিক মানব কন্ঠের ফিচার এডিটর, ছড়াকার, নাট্যকার ও গীতিকার ওবায়দুল গনি চন্দন আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
শনিবার সকাল সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মত আজ সকালে কর্মস্থলে যান তিনি। সেখানেই হৃদরোগে আক্রান্ত হলে দৈনিক মানব কন্ঠের সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওবায়দুল গনি চন্দন দৈনিক মানব কন্ঠে কাজ করার আগে বাংলাভিশন, বৈশাখী টিভি এবং ইনডিপেনডেন্ট টিভিসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। এছাড়া ছড়াকার হিসেবে ওবায়দুল গণি চন্দনের বিশেষ পরিচিতি ছিল সাংবাদিক মহলে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান