সাভার: মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার ভোর ৬ টা ২৫ মিনিটে রাষ্ট্রপতি ও সাড়ে ৬ টার দিকে প্রধানমন্ত্রী শহীদদের প্রতি সম্মান জানিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এর আগে শহীদদের প্রতি তিন বাহিনীর গার্ড অব অনার দেওয়া হয়। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শহীদ বীর সেনাদের প্রতি সম্মান দেখিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় বিহ্বলের করুণ সুর বেজে উঠে।
পুষ্প অর্পণ শেষে উপস্থিত নেতা কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্থান ত্যাগ করেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্প অর্পণ শেষে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও আওয়ামী লীগের নেতা কর্মীরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
আমির হোসেন আমু, সুরঞ্জিত সেন গুপ্ত, আসাদুজ্জামান নূর, তোফায়েল আহমেদ প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।