দিনাজপুর: দিনাজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস।
মঙ্গলবার প্রথম প্রহর ১২ টা এক মিনিটে ৩১ বার তোপধ্বনী ও মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ দিবসটি পালনের সূচনা হয়।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, এমপি, জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ১২ টা এক মিনিটে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয় দিবসের সূচনা করেন।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী, জেলা পুলিশ সুপার রুহুল আমিনসহ জেলা প্রশাসন ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, জেলা দোকান মালিক-ব্যবসায়ী সমিতি, শিল্প ও বণিক সমিতি, দিনাজপুর শিক্ষা বোর্ড, জেলা কারাগার কর্র্তৃপক্ষ, দিনাজপুর মেডিকেল কলেজ, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাহিত্য, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসমূহ।
দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানে আলোক সজ্জা করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষ্যে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী, জেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, স্টেশন ক্লাবে মহিলা ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ভিক্তিক প্রমাণ্যচিত্র প্রদর্শন, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান