লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা হেফাজতে পুলিশ নির্যাতনের শিকার যুবদল নেতা সাইফুল ইসলাম সুমনের মেডিকেল প্রতিবেদন জেলা ও দায়রা জজ আদালতে জমা দিয়েছে গঠিত মেডিকেল টিম। টিমের প্রধান জেলা সিভিল সার্জন ডা. মো. গোলাম ফারুক ভূঁইয়া বৃহস্পতিবার রাতে এ প্রতিবেদন জমা দেন।
শনিবার ডা. মো. গোলাম ফারুক ভূঁইয়া সাংবাদিকদের জানান, আদালতের আদেশের পর জেলা সিভিল সার্জনের নেতৃত্বে ৬ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
মেডিকেল টিমের অন্য সদস্যেরা হলেন, সদর হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট ডা. মো. আবুল খায়ের, মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন, ডা. জাকির হোসেন, চক্ষু বিভাগের (অব.) সার্জন মো. আলতাফ হোসেন ও রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন কনসালট্যান্ট ডা. আহমদ উল্যা নিপু।
মেডিকেল টিমের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, সাইফুল ইসলাম সুমনের দু’টি চোখ চিরদিনের জন্য নষ্ট হয়ে গেছে। সে হয়তো আর দেখতে পারবে না।
উল্লেখ্য, রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের যুবদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম সুমনকে গ্রেফতারের পর রাতভর থানা হেফাজতে শারীরিক নির্যাতন ও সিরিঞ্জ দিয়ে খুঁচিয়ে দু’টি চোখ নষ্ট করে দিয়েছে পুলি