অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

বিজয় দিবসের অঙ্গীকার হোক গণতান্ত্রিক বাংলাদেশ

মঙ্গলবার ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। জাতির পরম গৌরবের এই দিনে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। নয় মাসের যুদ্ধ শেষে রক্তস্নাত সূর্যোদয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের।

অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের স্বাধীনতা। বিজয়ের এই দিনে আত্ম-উৎসর্গকারী সূর্যসন্তানদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। অকুতোভয় মুক্তিযোদ্ধাসহ যারা নানাভাবে এই মুক্তিসংগ্রামে অংশ নিয়ে দেশকে শত্রুমুক্ত করেছেন, তাদের প্রতি রইল অভিনন্দন। পাকিস্তানি হানাদারদের নির্যাতনে সম্ভ্রম হারানো মা-বোনদের জানাই সালাম।

১৯৭১ সালের ২৬ মার্চ শুরু হওয়া বাঙালির মুক্তিসংগ্রাম হঠাৎ কোনো বিপ্লব ছিল না। স্বাধীনতা আর গণতন্ত্রের জন্য ধারাবাহিক আন্দোলন-সংগ্রামে যুগের পর যুগ অনেক ত্যাগ-তিতিক্ষা, দুঃখ-কষ্ট সইতে হয়েছে এই জাতিকে। বাঙালির বহুদিনের লালিত স্বপ্ন ও সংগ্রামের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।

বাঙালির মুক্তিসংগ্রাম ঋদ্ধ ছিল একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার চেতনায়। কিন্তু ৪৩ বছর আগে যে স্বপ্ন বুকে নিয়ে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, সে স্বপ্নের কতটা পূরণ হয়েছে, আজ সে হিসাব মেলাতে গেলে হতাশাই ভর করে মনে। রাজনৈতিক অসহিষ্ণুতায় আজ গণতান্ত্রিক ব্যবস্থা ভূলুণ্ঠিত হওয়ার পথে। বাংলাদেশের আজকের হা-হুতুশ্মি শহীদদের আত্মাকে নিশ্চিতভাবেই দুঃখ দিচ্ছে। তাই রাজনৈতিক বিভেদ ভুলে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মূল্যবোধ রক্ষায় আমাদের হতে হবে যত্নবান।

সন্দেহ নেই, রাজনৈতিক নেতাদের প্রজ্ঞা আর নেতৃত্বের ফসল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধেও রাজনৈতিক নেতাদের বিরাট ভূমিকা স্মরণীয়। কিন্তু সেই প্রজ্ঞা-দূরদর্শিতা আজকের বাংলাদেশের রাজনীতিতে খুঁজে পাওয়া দুষ্কর। নীতি-আদর্শহীনতা আর অগণতান্ত্রিক মনোভাব আজ বাংলাদেশের রাজনীতির চালিকাশক্তি। জনগণের দুর্দশার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই কলুষিত রাজনীতি।

সন্ত্রাস, দুর্নীতি, কলুষময় রাজনীতি আর কুশাসনের বেড়াজালে হাঁসফাঁস জননী জন্মভূমি। বিরুদ্ধমতের জন্য চোখ রাঙিয়ে ঝুলছে শৃঙ্খল। ক্ষমতার রাজনীতির লিপ্সায় অন্ধ আমাদের গণতন্ত্রের ধ্বজাধারীরা। তারা অবিরত হেয়জ্ঞান করছে দেশের মানুষকে। মুক্তিযুদ্ধের শহীদেরা এমন বাংলাদেশ চাননি। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার যে শান্তি তাদের জন্য এনেছিল, এসব কারণে নিশ্চয়ই শহীদদের আত্মারা কষ্ট পাচ্ছে।

রাজনৈতিক ক্ষেত্রে সরকারের আচরণকে গণতান্ত্রিক বলতে আমাদের দ্বিধা হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজনৈতিক হানাহানি আর অসহিষ্ণুতা পরিহারের জন্য আমরা সব পক্ষকে আহ্বান জানাই। আমরা আরো আশা করি, বিজয়ের এই মাসেই সরকার ও রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সচেষ্ট হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

বিজয় দিবসের অঙ্গীকার হোক গণতান্ত্রিক বাংলাদেশ

আপডেট টাইম : ০২:১৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০১৪

মঙ্গলবার ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। জাতির পরম গৌরবের এই দিনে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। নয় মাসের যুদ্ধ শেষে রক্তস্নাত সূর্যোদয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের।

অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের স্বাধীনতা। বিজয়ের এই দিনে আত্ম-উৎসর্গকারী সূর্যসন্তানদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। অকুতোভয় মুক্তিযোদ্ধাসহ যারা নানাভাবে এই মুক্তিসংগ্রামে অংশ নিয়ে দেশকে শত্রুমুক্ত করেছেন, তাদের প্রতি রইল অভিনন্দন। পাকিস্তানি হানাদারদের নির্যাতনে সম্ভ্রম হারানো মা-বোনদের জানাই সালাম।

১৯৭১ সালের ২৬ মার্চ শুরু হওয়া বাঙালির মুক্তিসংগ্রাম হঠাৎ কোনো বিপ্লব ছিল না। স্বাধীনতা আর গণতন্ত্রের জন্য ধারাবাহিক আন্দোলন-সংগ্রামে যুগের পর যুগ অনেক ত্যাগ-তিতিক্ষা, দুঃখ-কষ্ট সইতে হয়েছে এই জাতিকে। বাঙালির বহুদিনের লালিত স্বপ্ন ও সংগ্রামের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।

বাঙালির মুক্তিসংগ্রাম ঋদ্ধ ছিল একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার চেতনায়। কিন্তু ৪৩ বছর আগে যে স্বপ্ন বুকে নিয়ে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, সে স্বপ্নের কতটা পূরণ হয়েছে, আজ সে হিসাব মেলাতে গেলে হতাশাই ভর করে মনে। রাজনৈতিক অসহিষ্ণুতায় আজ গণতান্ত্রিক ব্যবস্থা ভূলুণ্ঠিত হওয়ার পথে। বাংলাদেশের আজকের হা-হুতুশ্মি শহীদদের আত্মাকে নিশ্চিতভাবেই দুঃখ দিচ্ছে। তাই রাজনৈতিক বিভেদ ভুলে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মূল্যবোধ রক্ষায় আমাদের হতে হবে যত্নবান।

সন্দেহ নেই, রাজনৈতিক নেতাদের প্রজ্ঞা আর নেতৃত্বের ফসল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধেও রাজনৈতিক নেতাদের বিরাট ভূমিকা স্মরণীয়। কিন্তু সেই প্রজ্ঞা-দূরদর্শিতা আজকের বাংলাদেশের রাজনীতিতে খুঁজে পাওয়া দুষ্কর। নীতি-আদর্শহীনতা আর অগণতান্ত্রিক মনোভাব আজ বাংলাদেশের রাজনীতির চালিকাশক্তি। জনগণের দুর্দশার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই কলুষিত রাজনীতি।

সন্ত্রাস, দুর্নীতি, কলুষময় রাজনীতি আর কুশাসনের বেড়াজালে হাঁসফাঁস জননী জন্মভূমি। বিরুদ্ধমতের জন্য চোখ রাঙিয়ে ঝুলছে শৃঙ্খল। ক্ষমতার রাজনীতির লিপ্সায় অন্ধ আমাদের গণতন্ত্রের ধ্বজাধারীরা। তারা অবিরত হেয়জ্ঞান করছে দেশের মানুষকে। মুক্তিযুদ্ধের শহীদেরা এমন বাংলাদেশ চাননি। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার যে শান্তি তাদের জন্য এনেছিল, এসব কারণে নিশ্চয়ই শহীদদের আত্মারা কষ্ট পাচ্ছে।

রাজনৈতিক ক্ষেত্রে সরকারের আচরণকে গণতান্ত্রিক বলতে আমাদের দ্বিধা হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজনৈতিক হানাহানি আর অসহিষ্ণুতা পরিহারের জন্য আমরা সব পক্ষকে আহ্বান জানাই। আমরা আরো আশা করি, বিজয়ের এই মাসেই সরকার ও রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সচেষ্ট হবে।