ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) পূর্ব নির্ধারিত জিজ্ঞাসাবাদে হাজির না হয়ে দুদকের কাছে এক মাসের সময় চাইলেন নাসির গ্রুপের মালিকসহ ঊর্ধ্বতন ১০ কর্মকর্তা।
আবেদনে অসুস্থতার অজুহাত উল্লেখ করে জিজ্ঞাসাবাদে হাজির হতে এক মাস সময় চেয়েছেন তারা। দুদক সূত্র শীর্ষ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।
হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থপাচার এবং সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগে তাদের দুদকে তলব করা হয়।
সূত্র জানায়, নাসির গ্রুপের চেয়ারম্যান নাসির উদ্দিন বিশ্বাস ও নাসির লিফ টোবাকো ইন্ডাস্ট্রিজের পরিচালক ও তার স্ত্রী তাসলিমা সুলতানাসহ আরও আটজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের কথা ছিল। তারা কেউই দুদকের দেয়া নির্ধারিত সময়ে জিজ্ঞাসাবাদে হাজির হননি।
দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু সাংবাদিকদের বলেন, নাসির গ্রুপের জিজ্ঞাসাবাদ বিলম্বিত করতে সময় চেয়ে আবেদন এখনো আমার কাছে আসেনি।
এছাড়া তারা কি কারণে সময় চেয়েছেন তাদের আবেদন হাতে পেলে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এস এম রফিকুল ইসলাম শীর্ষ নিউজকে বলেন, নাসির গ্রুপের চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তাদের অর্থপাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। নির্ধারিত সময়ে তারা না এসে দুদকের কাছে এক মাস সময় চেয়ে আবেদন করেছেন। তাদের সময় দেবে কিনা এ ব্যাপারে কমিশন সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য গত ১১ ডিসেম্বর তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিশ পাঠানো হয়। নোটিশে তাদেরকে ১৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য দুদক কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছিল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান