বগুড়া : কারিগরি শিক্ষা বোর্ডের ভুলের খেসারত দিতে হচ্ছে বগুড়ার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৭ জন শিক্ষার্থীকে। রেজিস্ট্রেশন কার্ডে বেসিক ট্রেডের কোড ভুল করায় এখন তাদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়েছে।
শিক্ষার্থীরা জানায়, তারা পুরো দুই বছর ঐচ্ছিক বিষয় হিসেবে বেসিক ট্রেড বিষয়ে পড়াশোনা করলেও বোর্ডের রেজিস্ট্রেশন কার্ডে কোড পরিবর্তন করে কৃষি শিক্ষা লেখা হয়েছে। ফলে আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ঐচ্ছিক বিষয়ে তাদেরকে কৃষি শিক্ষা বিষয়ে পরীক্ষা দিতে হবে।
জানা গেছে, বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলকোর্ট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের ১৯ জন, বেজোড়া দক্ষিণপাড়া উচ্চ বিদ্যালয়ের ১৬ জন, আড়িয়া রহিমাবাদ উচ্চবিদ্যালয়ের ৪ জন, দাড়িগাছা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ৩ জন, চোপিনগর উচ্চ বিদ্যালয়ের ৫ জন এবং সাজাপুর বেল পুকুর উচ্চ বিদ্যালয়ের ১০ জনসহ ৫৭ জন পরীক্ষার্থী নবম শ্রেণি থেকে বেসিক ট্রেড ঐচ্ছিক বিষয় হিসেবে ক্লাশ পরীক্ষা থেকে শুরু করে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়। এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়ও তাদের বেসিক ট্রেড ঐচ্ছিক বিষয় হিসেবে উল্লেখ ছিল। কিন্তু হঠাৎ করে পরীক্ষার ২ মাস আগে বোর্ড থেকে পাঠানো রেজিস্ট্রেশন কার্ডে ভুলের বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীরা স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করে। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বোর্ডে যোগাযোগ করলে ভুল সংশোধন করে দেয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু বোর্ডের পক্ষ থেকে এই ভুল সংশোধন করে না দেওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
ফুলকোর্ট নবোদয় কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম রফিকুল ইসলাম জানান, এ বিষয়ে শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন ‘এটি আর সংশোধন করা সম্ভব নয়।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান