বাংলার খবর২৪.কম,পটুয়াখালী : পটুয়াখালীর কলাগাছিয়া নামক নদীতে যাত্রীবাহী লঞ্চ এমভি শাথিল-১ ডুবির ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা মো. বদরুল আলমকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছে নৌপরিবহনমন্ত্রী মো. শাহজাহান খান।
শনিবার দুপুর ১২টার দিকে নৌ-পরিবহনমন্ত্রী পটুয়াখালী সফরকালে দপ্তরের চেয়ারম্যানকে তার নির্দেশ কার্যকরের জন্য বলেছেন। এ সময় নৌ-পরিবহন মন্ত্রীর সফর সঙ্গী ছিলেন চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান মো. সামসুদ্দোহা খন্দকার, পটুয়াখালী জেলা প্রশাসক অমিতাভ সরকার।
উল্লেখ্য, গত ৩ মে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে অর্ধশতাধিক যাত্রী নিয়ে কলাগাছিয়া নামক নদীতে শাথিল-১ লঞ্চডুবির ঘটনায় ১৭ জনের লাশ উদ্ধার করা হয়। লঞ্চটি রাঙ্গাবালী উপজেলার তুলাতলী লঞ্চঘাট থেকে গলাচিপা শহরের লঞ্চঘাট থেকে দুপুর একটার দিকে পটুয়াখালী জেলা নৌ-বন্দরের উদ্দেশ্যে আসার পথে ঝড়ের কবলে পরে কলাগাছিয়া ঘাট থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিকেল সাড়ে তিনটার দিকে দুর্ঘটনাকবলিত লঞ্চটি গভীর পানিতে ডুবে যায়।