
ঢাকা: মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি ফি আদায়ের অভিযোগে ২৬টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে তলব করেছে হাইকোর্ট।
রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদেশে আগামী ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের সশরীরে আদালতে হাজির হয়ে অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এর আগে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ বাড়তি ফি আদায় কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গত ১০ নভেম্বর রুল জারি করে হাইকোর্ট।
‘আট গুণ বাড়তি ফি আদায়’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন ব্যারিস্টার এহসানুর রহমান।