ফারুক আহম্মেদ সুজন : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শকুনের দোয়ায় গরু মরে না।
রোববার বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর খামার বাড়িতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ৭১ এ যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, তাদেরকে মঞ্চে নিয়েই জনসভা করেন খালেদা জিয়া। যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্যই তার জনসভা আর যুদ্ধাপরাধীর বাঁচাতেই আমার উপর গজব নাজিলের জন্য আল্লাহর কাছে আকুতি। কিন্তু শকুনের দোয়ায় গরু মরে না।
তিনি বলেন, বিএনপি বর্তমানে ঠিক একাত্তরের হানাদার বাহিনীর কায়দায় মানুষ খুন করছে। বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েছে। শত শত মানুষকে পুড়িয়ে মেরেছে। পুলিশসহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খুন করেছে তারা।
উল্লেখ্য শনিবার নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর বালুর মাঠে এক জনসভায় বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘হাসিনা যত দিন থাকবে, মানুষের কাছ থেকে তত নিগৃহীত হবে। হাসিনাকে কেউ মারতে চায় না। হাসিনাকে মারার প্রয়োজন নাই। হাসিনা নিজ থেকেই শেষ হয়ে যাবে। আল্লাহর তরফ থেকেই গজব নেমে আসবে।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান