ঢাকা : ২০১৫ সালে হজ গমনেচ্ছু যাত্রীদের জন্য আগামী ১৫ ডিসেম্বর থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। এ সময় মেশিন রিডেবল পাসপোর্ট ছাড়া জাতীয় পরিচয়পত্র নম্বর জমা দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান ।
রোববার মন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ প্যাকেজ-২০১৫ ঘোষণা এবং ২০১৫ সালে হজযাত্রীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের উদ্দেশ্যে বক্তৃতাকালে এসব কথা বলেন।
তিনি বলেন, পরবর্তীতে মেশিন রিডেবল পাসপোর্ট জমা দেয়া যাবে। সৌদি সরকার পুরো হজ ব্যবস্থাপনাকে ডিজিটাল পদ্ধতিতে নিয়ে এসেছে। বাংলাদেশের সকল হজ কার্যক্রম ইলেকট্রনিক মাধ্যমে নিয়ে আসার অনুরোধ জানিয়ে সৌদি হজমন্ত্রী বাংলাদেশের ধর্মমন্ত্রী বরাবর পত্র প্রেরণ করেছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের হজ কার্যক্রম অন্যান্য বছরের তুলনায় দুই মাস এগিয়ে নিয়ে আসা হয়েছে। বিষয়টি নতুন হওয়ায় হজযাত্রীদের যথাযথভাবে অবহিত করার জন্য সকলের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
ধর্মমন্ত্রী বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর ২০১৫ খ্রিঃ/৯ জিলহজ ১৪৩৬ হিজরি তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ হতে সরকারি ব্যবস্থাপনায় দশ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় একানব্বই হাজার সাতশত আটান্ন জন, সর্বমোট এক লাখ এক হাজার সাতশত আটান্ন জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমন করতে পারবেন।
সরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজযাত্রীদের জন্য হজ প্যাকেজ-১ এ কুরবানি বাদে খাওয়া খরচসহ তিন লাখ চুয়ান্ন হাজার সাতশত পঁয়তাল্লিশ টাকা এবং হজ প্যাকেজ-২ এ কুরবানি বাদে খাওয়া খরচসহ দুই লাখ ছিয়ানব্বই হাজার দুইশত ছয় টাকা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী আরো বলেন, সরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছু উভয় প্যাকেজের হজযাত্রীদের এক লাখ একান্ন হাজার ছয়শত নব্বই টাকা সরকার নির্ধারিত ব্যাংকে জমা দিয়ে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে সরাসরি/অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্যাকেজ-১ ও ২ এর হজযাত্রীদের প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা যথাক্রমে দুই লাখ তিন হাজার পঞ্চান্ন এবং এক লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশত ষোল টাকা জমা দেয়ার শেষ তারিখ ১০ জুন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনার প্রত্যেক হজযাত্রীকে নিবন্ধন ফি বাবদ এক লাখ আটচল্লিশ হাজার তিনশত একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জমা দিয়ে আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে হজে গমনের লক্ষ্যে নিবন্ধন করতে হবে।
তিনি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সি কর্তৃক ঘোষিত হজ প্যাকেজ কোনক্রমেই সরকারি ব্যবস্থাপনায় ঘোষিত হজ প্যাকেজ-২ এর প্রস্তাবিত ব্যয় দুই লাখ ছিয়ানব্বই হাজার দুইশত ছয় টাকার কম হতে পারবে না।
মন্ত্রী আরো জানান, ২০১৫খ্রি:/১৪৩৬হি: সনে হজ প্যাকেজে প্রত্যেক হজযাত্রীকে তাদের নিজ নিজ চাহিদা অনুযায়ী কুরবানি বাবদ কমবেশি আনুমানিক পাঁচশত সৌদি রিয়াল সমপরিমাণ দশ হাজার পাঁচশত টাকা পৃথকভাবে নিজ দায়িত্বে সঙ্গে নিতে হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব চৌধুরী মো. বাবুল হাসান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ব্রিফিং শেষে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছু কয়েকজন হজযাত্রীর অনলাইন রেজিস্ট্রেশন করার মধ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান