ঢাকা : প্রায় দেড় হাজার কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে সোনালী ব্যাংকের লোকাল অফিসের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী জিজ্ঞাসাবাদের এ নোটিশ পাঠিয়েছেন। নোটিশে তাদেরকে আগামী ২৩ ডিসেম্বর রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির থাকতে বলা হয়েছে।
দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
যাদেরকে তলব করা হয়েছে তারা হলেন; সোনালী ব্যাংকের লোকাল অফিসের সিনিয়র অফিসার জাহাঙ্গীর হেলাল, অফিসার (আমদানি শাখা) মো. মোশাররফ হোসেন ও এক্সিকিউটিভ অফিসার মো. জাকির হোসেন।
দুদক সূত্র জানায়, সোনালী ব্যাংকের ছয়টি শাখা থেকে প্রায় দেড় হাজার কোটি আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এর মধ্যে লোকাল অফিস থেকে ৬০০ কোটি টাকা, বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখা থেকে প্রায় তিন কোটি টাকা, বঙ্গবন্ধু এভিনিউ কর্পোরেট শাখা ২৫০ কোটি টাকা, আগ্রাবাদ কর্পোরেট শাখা থেকে প্রায় ৪০০ কোটি টাকা, চট্টগ্রামের লালদীঘি করপোরেট শাখা ও নারায়ণগঞ্জ করপোরেট শাখা থেকে প্রায় ৩০০ কোটি টাকা ঋণের নামে লুটপাট করা হয়েছে।