গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পার্বতীপুর গ্রামে এক সংখ্যালঘু পরিবারের প্রায় ৩৫০ টি চাম্পা জাতের কলার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
রোববার রাত ৮ টায় গোবিন্দগঞ্জ থানায় এ ব্যাপারে মামলা দায়ের করা হয়।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, গতবছর পার্বতীপুর গ্রামের কৃষক সুমান্ত কুমার দত্ত তার চল্লিশ শতক জমিতে প্রায় ৩৫০ টি কলার গাছ রোপন করেন। ফলনও ভালো হয়। কলা পাকতে আর মাত্র একমাস বাকি ছিল। কিন্তু সকালে তিনি জমিতে গিয়ে দেখেন সব গাছ কেটে ফেলা হয়েছে। তবে পূর্বশত্রুতার জের ধরে কেউ রাতের আধারে উঠতি চাম্পা জাতের কলাসহ ৩৫০টি গাছই কেটে ফেলে। যার মূল্য প্রায় ৭০ হাজার টাকা।
এ ঘটনায় সুমান্ত কুমার দত্ত বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় নয় জনের নাম উল্লেখ করে এবং ১৫/১৬ জনকে অজ্ঞাত দেখিয়ে একটি মামলা দায়ের করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।