ঢাকা: শ্যালা নদীতে ডুবে যাওয়া ওয়েল ট্যাংকার হতে নির্গত তেল অপসারণ অব্যাহত থাকবে এবং প্রতি লিটার তেল ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকায় কিনবে পদ্মা ওয়েল কোম্পানি। এজন্য প্রয়োজনীয় সংখ্যক ভ্রাম্যমাণ ক্রয়কেন্দ্র স্থাপন করা হবে বলে জানান নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান।
রোববার নৌপরিবহণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি একথা জানান।
সম্প্রতি সুন্দরবন সংলগ্ন শ্যালা নদীতে ডুবে যাওয়া ওয়েল ট্যাংকার হতে নির্গত ফার্নেস ওয়েলের কারণে পরিবেশ দূষণ রোধকল্পে গৃহীত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং পরবর্তী আশুকরণীয় নির্ধারণসংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয় যে, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ সুরক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্ত কাঁকড়া, ঝিনুক ও মৎস্য আহরণকারীদেরকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় হতে এক মাসের আপৎকালীন ত্রাণও প্রদান করা হবে।
সভায় সার্বিক প্রস্তুতি তদারকির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব আবুল কালাম আজাদকে আহ্বায়ক করে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিবগণ কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।
সভায় অন্যান্যের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব আবুল কালাম আজাদ, নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু বকর সিদ্দিক, প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার রাকিবুর রহমান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আ ল ম আব্দুর রহমান, বিআইডব্লিউটিএ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও মংলা কর্র্তৃপক্ষের চেয়ারম্যান, বুয়েটের প্রতিনিধি, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।