ঢাকা : রাজধানীর রায়েরবাগের একটি অবৈধ হাসপাতালের ভুয়া চিকিৎসক দম্পতিসহ চারজনকে কারাদণ্ড ও জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে র্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৭০ রায়েরবাগের কদমতলীর সালেমা হাসপাতাল অ্যান্ড ল্যাব নামে একটি অবৈধ হাসপাতালে ভুয়া চিকিৎসক দম্পতিসহ চারজনকে দণ্ড দেয়া হয়েছে।
এরা হলেন; ভুয়া ডাক্তার দম্পতি এসএম রবিউল আউয়াল (৪৩) ও মমতাজ বেগম (২৩) এবং ভুয়া নার্স সোনিয়া আক্তার (২২) ও লুৎফুন নাহার (২৮)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান, প্রতিষ্ঠানটির কোন লাইসেন্স নেই। প্রতিষ্ঠানের মালিক এসএম রবিউল আউয়াল এবং তার স্ত্রী মমতাজ বেগম চিকিৎসক সেজে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন। প্রতিষ্ঠানের নার্স ও টেকনিশিয়ানও ভুয়া। বিভিন্ন ধরনের রিপোর্টে ডাক্তারের সিল মেরে নিজেরাই তারা স্বাক্ষর দিয়ে রোগীদের দিত।
তিনি আরো জানান, দালালের মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে রোগী এনে তাদের বিভিন্ন ধরনের অস্ত্রোপচার করাসহ চিকিৎসা করে আসছিল এই প্রতারক দম্পতি। এছাড়াও সন্তান সম্ভবা নারীদেরও চিকিৎসা দিতেন তারা। কোনো কোনো নারীকে সিজারও করেছেন এই ভুয়া চিকিৎসক দম্পতি। হাসপাতালটিতে সোনিয়া আক্তার নামে একজন নার্স কাজ করেছিল। যার কোন শিক্ষাগত যোগ্যতা নেই। এছাড়া লুৎফুন নাহার নামে তাদের এক সহযোগী এই অবৈধ হাসপাতালের ভেতরে পাওয়া গেছে।
ভুয়া চিকিৎসক সেজে প্রতারণা করার অভিযোগে রবিউল ইসলাম এবং তার স্ত্রী মমতাজ বেগমকে দুই বছর কারাদণ্ড এবং এ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সোনিয়া ও লুৎফুন নাহারকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।