নোয়াখালী: চাঁদার দাবিতে নোয়াখালীর বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে হামলা চালিয়েছে যুবলীগের ক্যাডাররা।
রোববার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে দলিল লেখকরা ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. হোসেন একটি দলিল নিয়ে রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারীর কাছে যান। এসময় স্থানীয় যুবলীগ ক্যাডার করিমপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সোহাগ জমি রেজিস্ট্রি করতে বাঁধা দেন।
সে বলে, আমার বাড়ির দরজায় রেজিস্ট্রি অফিস আমার সঙ্গে কথা বলা ছাড়া জমি রেজিস্ট্রি হবেনা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হোসেনকে মারধর করে সোহাগ। এসময় সোহাগ দলিল লেখকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এ ঘটনার প্রতিবাদে দলিল লেখকরা তাৎক্ষণিক কর্মবিরতি শুরু করেন।
বেগমগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি সামছু উদ্দিন সহেল জানান, প্রতিনিয়ত সন্ত্রাসীরা চাঁদার দাবি করে আসছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ দলিল লেখকরা।
এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ওসি আইনুল হক জানান, আমরা বিষয়টি শুনেছি। চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান