মেহেরপুর : সুন্দরবন বাঁচলে দক্ষিণবঙ্গ বাঁচবে, আর দক্ষিণবঙ্গ বাঁচলে বাংলাদেশ বাঁচবে বলে মন্তব্য করেছেন, সুজন সম্পাদক ও দি হাঙ্গার প্রজেক্ট এর কান্ট্রি ডিরেক্টর ডক্টর বদিউল আলম মজুমদার।
রোববার বেলা ১১টার সময় মেহেরপুরের, গাংনী শিল্পকলা একাডেমি মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্ট আয়োজিত বেস্ট স্কুল ফর গার্লস এ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বদিউল আলম বলেন, মাননীয় মন্ত্রী কিসের ভিত্তত্বে বললেন পরিবেশের কোনো ক্ষতি হবেনা তা জানিনা। আমরা ছবিতে দেখতে পাচ্ছি সুন্দর বনে মহাবিপর্যয় হয়েছে। এ বিষয়ে কোনো রাজনৈতিক বক্তব্য দেবার কোনো সুযোগ নেই।
তিনি আরো বলেন, সুন্দরবন আমাদের সম্পদ ও বিশ্বের সম্পদ। সুন্দরবন ধ্বংস হলে বাংলাদেশ তথা বিশ্বের বিপর্যয় দেখা দেবে। তাই মাননীয় নৌ পরিবহণ মন্ত্রী যদি রাজনৈতিক বক্তব্য না দিয়ে এই বিপর্যয় থেকে কিভাবে সুন্দরবনকে বাঁচানো যায় সে বিষয়ে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে কন্যা শিশু এডভোকেসি ফোরামের আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে তিনি উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, আইটিভিএস কান্ট্রি কো-অড্রিনেটর মাহমুদ হাসানসহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান