ঢাকা : রাজধানীর খিলগাঁওয়ে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মোস্তাক, সোহেল ওরফে বানুটি সোহেল, রাসেল ও আরজু।
শনিবার রাত ১০ টার দিকে ওয়ারীর হাটখোলা রোড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, গত রোববার গোড়ান বাজার এলাকায় গুলি করে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তাদের আটক করা হয়।
আটককালে তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ১২রাউন্ড গুলি, ৪৫হাজার টাকা নগদ এবং ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খিলগাঁওয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং ছিনতাইয়ের সময় মোটর সাইকেল ও প্রাইভেটকার ব্যবহারের কথা স্বীকার করেছে।
প্রসঙ্গত, গত ৭/১২/২০১৪ তারিখ রোববার ওয়ারী থানায় দায়ের করা একটি অস্ত্র মামলার অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান