ঢাকা : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, কৃষকের কাছ থেকে ইক্ষু ক্রয় করে তাদের পাওনা বুঝিয়ে দিতে গড়িমসি বা চিনি উৎপাদনে বাধা সৃষ্টিকারী দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়া হবে না।
শনিবার ঈশ্বরদীর দাশুড়িয়া পাবনা সুগার মিলে ২০১৪-১৫ আখমাড়াই কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চিনি কলগুলোকে লাভজনক করার জন্য চিনির রিকভারির হার বাড়াতে মন্ত্রী বলেন, ভারতে চিনির রিকভারির হার শতকরা ১২-১৩। অথচ ঈশ্বরদীর দাশুড়িয়ায় রিকভারির হার শতকরা মাত্র ৬। চেষ্টা করলে রিকভারির মাত্রা ৬-৮ এ নেওয়া সম্ভব। আমরা চাই বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ হোক।
তিনি আরো বলেন, বছরের পর বছর গোডাউনে মজুত রেখে চিনির গুণগতমান নষ্ট করা এবং চিনিকলের লোকসান হবে এমন কোনোপ্রকার কাজ করা যাবে না। চিনি উৎপাদন প্রতিষ্ঠানকে লাভজনক করার মানসিকতা নিয়ে সকলকে কাজ করতে হবে।
মন্ত্রী সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, মিল চলবে কি চলবে না তা সম্পূর্ণ আপনাদের কাজের ওপর নির্ভর করছে। মনে রাখতে হবে দুস্কৃতিকারীদের খপ্পরে পড়ে মিলের চাকা বন্ধ করার আন্দোলন করলে এর সাথে সংশ্লিষ্ট প্রতিটি পরিবারকে দুর্ভোগে পড়তে হবে।
মন্ত্রী আখ চাষীদের উদ্বুদ্ধ করে বলেন, প্রয়োজনে নিজের জমির পাশাপাশি অন্যের পতিতজমি বন্ধক বা পত্তন নিয়ে হলেও আখের চাষ বাড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক কৃষকদের ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে।
পাবনা সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সেলিম, পাবনা জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার চক্রবর্তী ও সফল আখচাষি আনসার আলী ডিলু।