ঝিনাইদহ : ঝিনাইদহে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের হামলায় পণ্ড হয়ে গেছে জেলা বিএনপি’র কালো পতাকা মিছিল।
ফিলিস্তিনে ইসরায়েলী হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় শহরের পুরাতন ডিসিকোর্ট এলাকায় বিএনপি’র কর্মীরা জড়ো হতে থাকে।
অন্যদিকে, জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ক্ষমতাসীন দলের কর্মীরা একত্রিত হয়ে সেখান থেকে বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা চালায়।
তারা লাঠি দিয়ে কয়েকজনকে মারপিট করে আহত করে। জয়বাংলা শ্লোগান দিয়ে কালো পতাকা ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিএনপি’র কর্মীরা সেখান থেকে সরে যায়।
একপর্যায়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমানের নেতৃত্বে লাঠি নিয়ে বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ। মিছিলটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে অবশ্য কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি মশিউর রহমান কর্মীদের আশ্বস্ত করে ও সংক্ষিপ্ত সমাবেশ করে। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক অভিযোগ করেছেন পুলিশের নিষ্ক্রীয়তায় এ হামলার ঘটনা ঘটেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান