পঞ্চগড় : পঞ্চগড় জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের সাইবিজোত গ্রামে আঝারুল ইসলাম (২৪) ও আনজুয়ারা (২২) নামে স্বামী-স্ত্রী দু’জনের বিষপানে মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ১১টার সময় সাইবিজোত গ্রামের আঁখ ক্ষেত থেকে আঝারুল এর লাশ ও আনজুয়ারাকে জীবিত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতরা হলেন, সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের সাইবিজোত গ্রামের রহমান আলীর ছেলে আঝারুল ও একই গ্রামের মৃত আজগর আলীর কন্যা আনজুয়ারা।
পুলিশ সূত্রে জানা যায়, আঁখ ক্ষেত থেকে লাশ উদ্ধারের সময় কয়েকটি কীটনাশকের খালি বোতল পাশে পড়ে থাকলে তাও উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, আঝারুল ও আনজুয়ারা দু’জনেই পূর্বের বিবাহিত স্বামী-স্ত্রী ছিল সংসার চলার মাঝে আনজুয়ারা প্রথম স্বামী আঝারুলকে ত্যাগ করে অন্য জনের সাথে ঢাকায় পালিয়ে যায়।
সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আনজুয়ারা ও আঝারুলের ৫ বছরের সংসার ফেলে অন্যজনের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে।
এ অবস্থায় আনজুয়ারা আবার নতুন করে আঝারুলের সাথে সংসার করতে চাইলে ২য় স্বামীকে ত্যাগ করে চলে আসে।
শুক্রবার রাত হতে দু’জনকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকাল ১০টার সময় বাড়ির পাশে আঁখ ক্ষেতে এলাকাবাসী তাদের পড়ে থাকতে দেখে। এর পর পুলিশকে খবর দেওয়া হয়।
২য় স্বামীর নাম ঠিকানা জানতে চাইলে এর সঠিক ঠিকানা কেউ জানাতে পারেনি।
পঞ্চগড় সদর থানা অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম শীর্ষ নিউজকে এর সত্যতা নিশ্চিত করে জানান, স্বামী-স্ত্রী দু’জনে বিষপান করে আত্মহত্যা করে। আত্মহত্যা দুটি রহস্যজনক, তাই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ অপমৃত্যুতে একটি ইউডি মামলা দায়ের কারা হয়েছে।