ঢাকা : রাজধানীর শ্যামপুরে কীটনাশক খেয়ে পিংকি আক্তার (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাসায় যাওয়ার পথে কীটনাশক খেয়ে মারা যান তিনি।
নিহতের ভাই মিজান শীর্ষ নিউজকে জানান, তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার পালং থানার বালাখান গ্রামে। বাবার নাম মৃত শরবত আলী।
তিনি জানান, রহমান নামের একটি ছেলের সাথে পিংকির সম্পর্ক ছিল। সে সম্পর্কের ভিত্তিতে পিংকি বাড়ি থেকে বের হয়ে প্রথমে চট্টগ্রাম চলে যায়। সেখান থেকে পরে সে ঢাকায় চলে আসে।
শনিবার রহমান ও পিংকিকে সাইন বোর্ড এলাকায় স্থানীয় কয়েক জন যুবক আপত্তিকর অবস্থায় একটি বাসা থেকে তাদেরকে আটক করে। পরে সেখান থেকে তারা বাসায় আসার সময় পিংকি জানতে পারে রহমান বিবাহিত। তাই পিংকি লোক লজ্জার ভয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে।
তার লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করবে ঢামেক কর্তৃপক্ষ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান