বাগমারা : রাজশাহীর বাগমারায় সাহেব আলী (৫৭) নামে এক প্রতিবন্ধীর মুদি দোকানে বুধবার দিবাগত রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি করা হলে শনিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া বাজার গ্রামের সাহেব আলী এক জন প্রতিবন্ধী। ভিক্ষাবৃত্তিতে না গিয়ে স্থানীয় গ্রামীণ ব্যাংক ও এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠান হতে ঋণ নিয়ে একটি মুদির দোকান করে দীর্ঘ দিন ধরে সংসার চালান।
প্রতি দিনের মত বুধবার দোকানের কাজ শেষে দোকানী রাত ১২টার দিকে বাড়ি ফিরে।
গভীর রাতে তার দোকানের ভিতরে আগুন দেখে বাজারের লোকজন চিৎকার দিতে থাকে। মুহূর্তের মধ্যে সমস্ত দোকান ছড়িয়ে যায়। আশে পাশের লোকজন এসে পুকুরের পানি দিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। ততক্ষণে সাহেব আলীর দোকান পুড়ে শেষ হয়ে যায়।
এ ব্যাপারে দোকান মালিক সাহেব আলীর সাথে কথা হলে তিনি জানান, রাত ৩ টার দিকে তার দোকানে আগুন লাগার খবর পেয়ে এসে দেখে ঘরসহ সব পুড়ে গেছে। তার দোকানের প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরো জানান, গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি এ দোকান চালু করেন।
দোকানে আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে তা জানেন না তিনি।
তবে কেউ শত্রুতাবশত এ অগ্নিকা- ঘটাতে পারে বলে তিনি সন্দেহ পোষণ করেছেন।
বাগমারা থানার এএসআই আইনুল হক এ অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছেন।
এদিকে প্রতিবন্ধীর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে চেয়ারম্যান লুৎফর রহমান একটি ব্যবস্থার কথা জানালে গত দু’দিনেও এর কোন ব্যবস্থা না হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান