নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের সরকারি খরচ চালাতে শেষ মুহুর্তে এসে ১.১ ট্রিলিয়ন ডলারের বাজেট অনুমোদন করেছে প্রতিনিধি পরিষদ।বৃহস্পতিবার মধ্যরাতে এই বাজেট অনুমোদন করা হয়।
তবে ওই সময়ে বাজেট অনুমোদন না হলে বহু জরুরি সেবা ও সরকারি কর্মকাণ্ড অর্থের অভাবে বন্ধ হয়ে যেত।
এদিকে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান পাটির্র আনা এই প্রস্তাবের শুরুতে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি বিরোধিতার মুখে পড়ে। পরে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ওবামার হস্তক্ষেপে সামান্য ব্যবধানে তা পাস হয়।
ওবামা ডেমোক্রেটদের এই বিলে সমর্থন দেওয়ার আহ্বান জানালে ২১৯-২০৬ ব্যবধানে প্রস্তাবটি অনুমোদন করে কংগ্রেস।