বেনাপোল: বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা, বাহাদুরপুর ও বোয়ালিয়াসহ ৩ টি গ্রাম এখন সন্ত্রাসীদের দখলে। সন্ত্রাসীরা সেখানে প্রতিদিন দিচ্ছে অস্ত্রের মহড়া।
এছাড়া প্রতিনিয়ত বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি ও এলাকার সাধারণ মানুষকে মারধর করছে। এ নিয়ে স্থানীয় পুলিশ প্রশাসন এর অবস্থা এমনটাই যে শ্যাম রাখি না কুল রাখি।
গত ২৩ নভেম্বর বাহাদুরপুর বাওড় দখলকে কেন্দ্র করে একটি সশস্ত্র সন্ত্রাসী দল নাসির নামক এক যুবককে কুপিয়ে জখম করে। পরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য বেনাপোল পোর্ট থানার পুলিশ বাহাদুরপুর বাওড় এলাকায় পুলিশ ক্যাম্প বসিয়ে পরিবেশ নিয়ন্ত্রণ করে। তবে পরিবেশ শান্ত হলে পরে পুলিশ ক্যাম্প প্রত্যাহার করে প্রশাসন।
গত ১০ ডিসেম্বর সকালে বেনাপোল পৌরসভার কর্মচারী ধান্যখোলা গ্রামের বক্ত মেম্বারের পুত্র ওয়াসিম তার কর্মস্থলে যাওয়ার সময় সকাল ৯ টার দিকে ডুবপাড়া মোড়ে পৌঁছালে তার মটরসাইকেল গতিরোধ করে বেধড়ক মারধর করে এলাকার চিিহ্নত সন্ত্রাসীরা। পরে তার মটরসাইকেল, মোবাইল ও টাকা ছিনতাই করে নিয়ে যায়। ওয়াসিম বর্তমানে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এছাড়া সন্ত্রাসীরা ডুবপাড়া গ্রামের মোমিন, কাশেম, জুলহস, বাতুড়, মহাসিন, খালেক ছাত্তারসহ ১০/১২টি পরিবারের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ধান্যখোলা গ্রামের লোকজন খুঁজতে থাকে। সন্ত্রাসীরা বাহাদুরপুর মৎস্যজীবি সমিতির বাওড় জবর দখল করতে না পেরে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য প্রকাশ্যে সকাল সন্ধ্যায় সশস্ত্র অবস্থায় মহড়া দিচ্ছে।
এদিকে বৃহস্পতিবার ভোরে বোয়ালিয়া থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশ ৬ টি তাজা বোমা উদ্ধার করেছে। এসব ঘটনায় আতংকিত এলাকার সাধারণ মানুষ।
বেনাপোল পোর্ট থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি কারীদের চিহিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান