ঢাকা: সফরকারী ভারতের বিপক্ষে ওভাল টেস্টে বড় লিডের পথে এগুচ্ছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে চতুর্থ দিন শেষে ৫ উইকেটে ২৯০ রান তুলেছে অসিরা। ফলে পাঁচ উইকেট হাতে রেখেই ৩৬৩ রানে এগিয়ে গেছে মাইকেল ক্লার্করা।
শুক্রবার ৫ উইকেটে ৩৬৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। এরপর অবশ্য বেশিদুর এগুতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত ৪৪৪ রান তুলতেই গুটিয়ে যায় বিরাট কোহলিরা। ফলে প্রথম ইনিংসে ৭৩ রানের লিড পায় টিম ইন্ডিয়া।
ভারতীয়দের পক্ষে চতুর্থদিনের সেরা স্কোরার পেসার মোহাম্মদ সামি (৩৪)। এছাড়া রোহিত শর্মা ২৫ রান করেছেন।
অস্ট্রেলিয়ার পক্ষে ৫টি উইকেট নিয়েছেন নাথান লায়ন।
তবে ৭৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে ৫ উইকেটে ২৯০ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ১৬৬ বল খেলে ১১টি চার ও একটি ছক্কার সাহায্যে ১০২ রান করে আউট হয়ে যান। এছড়া মিসেল মার্শ ৪০ রান করেছেন।
এছাড়া অসিদের পক্ষে স্টিভেন স্মিথ ৫২ ও হ্যাডিন ১৪ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করবেন।
টস জিতে প্রথমে ব্যাটিং করে ডেভিড ওয়ার্নার, মাইকেল ক্লার্ক ও স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৫১৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসে ওয়ার্নার ১৪৫, অধিনায়ক মাইকেল ক্লার্ক ১২৮ এবং স্টিভেন স্মিথ অপরাজিত ১৬২ রান করেন।
ভারতের পক্ষে দুটি করে উইকেট দখল করেন মোহাম্মদ সামি, বরুণ অ্যারন কার্ণ শর্মা।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস : ২৯০/৫ (ওয়ার্নার ১০২, স্মিথ ৫২*, মার্শ ৪০; কার্ন ২/৯৫)
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৫১৭/৭ ডিক্লে (ওয়ার্নার ১৪৫, ক্লার্ক ১২৮, স্মিথ ১৬২*; কার্ণ শর্মা ১৪৩/২)
ভারত প্রথম ইনিংস : ৪৪৪ (বিরাট ১১৫, পূজারা ৭৩, রাহানে ৬২; লায়ন ৫/১৩৪)