রাজশাহী: রাজশাহী নগরীর রাজশাহী-ঢাকা মহাসড়কে বালুবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক মোর্শেদুল হক (৪০) নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে নগরীর চৌদ্দপায় এলাকার ফল গবেষণা ইন্সটিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এতে শিশুসহ আরো দুইজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক আফজাল হোসেন ও তার মেয়ে নেহা (৪)। এরা দুজন দুর্ঘটনা কবলিত অটোরিকশার যাত্রী ছিলেন।
এ ঘটনার পর প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) মোমেন সরকার জানান, লাশ থানায় নেয়া হয়েছে। নিহতের পরিবার ময়তদন্ত ছাড়া লাশ নেয়ার জন্য আবেদন করেছেন। এছাড়া এ বিষয়ে অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
তিনি আরো বলেন, এ ঘটনার পর থেকে বালুবাহী ওই ট্রাকের চালক-হেলাপার পলাতক রয়েছে। তবে ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রাজশাহী সদর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, দুপুরে নগরীর শ্যামপুর পদ্মা নদীর পাড় থেকে বালু বোঝাই ট্রাকটি বেপরোয়া গতিতে নগরীর দিকে আসছিল।
এ সময় তিনজন যাত্রী নিয়ে নাটোরের উদ্দেশ্যে যাচ্ছিলো ওই অটোরিকশাটি। পথে চৌদ্দপায় এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রদের সহায়তায় দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান