সিলেট : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, অলি-আউলিয়ার পূণ্যভূমি বাংলাদেশে কোন খোদাদ্রোহীর ঠাঁই নেই। পবিত্র হজ্ব ও রাসূল (সা.) সম্পর্কে কটুক্তিকারী আব্দুল লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তি এবং ইসলামের বিরুদ্ধে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির আইন প্রণয়নের দাবিতে ধর্মপ্রাণ জনতা রাজপথে আছে এবং থাকবে।
শুক্রবার বাদ জুম্মা আব্দুল লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তি এবং ইসলামের বিরুদ্ধে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির আইন প্রণয়নের দাবিতে সিলেট সিটি পয়েন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার লতিফ সিদ্দিকীকে শাস্তি না দিয়ে জনতার দাবির সাথে টালবাহানা করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এদেশে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তিকারীদের বিচার হয়, আর ইসলামের বিরুদ্ধে কটুক্তি করে কেউ ছাড় পাবে, এটা মেনে নেয়া যায় না। অবিলম্বে লতিফ সিদ্দিকীকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এবং এ সংক্রান্ত কঠোর শাস্তির আইন পাশ করতে হবে।
তিনি আরো বলেন, ধর্মদ্রোহী ও মুরতাদদের শাস্তির দাবিতে দলমত নির্বিশেষে তৌহিদী জনতা আজ ঐক্যবদ্ধ। ধর্মদ্রোহী ও মুরতাদদের সর্বোচ্চ শাস্তির দাবি আমাদের একার নয়। আমরা ঈমানী দাবি নিয়ে ময়দানে হাজির হয়েছি।
সিলেট মহানগর সভাপতি মুফতী মুহাম্মদ ফখর উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের পরিচালনায় মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, আমিরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, সহ-প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল মতিন।
জেলা দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা সভাপতি মাওলানা জিল্লুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল করিম, সেক্রেটারি নজির আহমদ, হবিগঞ্জ জেলা সভাপতি মুহিব উদ্দিন আহমদ সুহেল, সেক্রেটারি শামসুল হুদা, মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা আব্দুস শহীদ, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. হারুন উর রশীদ প্রমুখ।