বগুড়া : বগুড়ার নন্দীগ্রামে মদ পান করে মাতলামির অপরাধে ভ্রাম্যমাণ আদালত মাহফুজার রহমান মাফু নামের এক আওয়ামী লীগ নেতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে এ কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে মদপান করে প্রকাশ্যে মাতলামি করার সময় পুলিশ মাহফুজার রহমান মাফুকে আটক করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার ইমাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মদপানের দায়ে তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করে। এঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
মাফুজার উপজেলার কদমা গ্রামের নাজিমুদ্দিনের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাইজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান