ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় পুলিশের সঙ্গে চাঁদাবাজদের গোলাগুলির ঘটনায় দুই চাঁদাবাজ গুলিবিদ্ধ হয়েছে । গুলিবিদ্ধ চাঁদাবাজরা হলো মো. বাচ্চু (২০) ও মো. রবিন (১৯) । এ ঘটনায় দুই পুলিশও আহত হয়েছেন। বাচ্চু ও রবিনের সঙ্গে থাকা বাকি ৫ জনকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ । তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। আহত ওই দুই চাঁদাবাজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং আহত দুই পুলিশকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তিনি জানান, রাজধানীর মেরুল বাড্ডা এলাকার ১০ নম্বর রোডের, ৬৬ নম্বর বাড়ির পাঁচ তলায় শামীম নামে এক ব্যক্তি ভাড়া থাকেন। তার বাড়িতে চাঁদা আদায়ে যায় ওই দুই চাঁদাবাজসহ আরো ৫ চাঁদাবাজ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পুলিশও পাল্টা গুলি চালালে ওই দুই চাঁদাবাজের ডান পায়ে গুলি লাগে। পরে তাদের আটক করে সন্ধ্যার দিকে ঢামেকে নেওয়া হয়।
চাঁদাবাজ বাচ্চু ও রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। আর এ ঘটনায় বাকি ৫ জনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ। আটককৃতরা হলো সোহাগ, সুজন, রুবেল, রাজীব ও আরিফ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান