ঢাকা : বিশুদ্ধ পানির সংকট মোকাবেলায় মালদ্বীপে সুপেয় পানি বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্রজয়’।
বৃহস্পতিবার দুপুর ২টায় ‘সমুদ্রজয়’ জাহাজটি মালদ্বীপের রাজধানী মালে বন্দরে পৌঁছায়।
পরে আনুষ্ঠানিকভাবে জাহাজের অধিনায়ক মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী কর্নেল আহমেদ নাজিম (অব.) এর নিকট বিশুদ্ধ বোতলজাত পানি এবং ডিস্যালাইনেশন প্ল্যান্ট হস্তান্তর করা হয়।
এসময় মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এএসএমএ আউয়াল, এনডিসি, পিএসসি, স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা টাস্ক ফোর্সের কমান্ডারসহ মালদ্বীপ সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর মালদ্বীপের রাজধানী মালে এর ওয়াটার ও সুয়ারেজ কোম্পানি জেনারেটরে আগুন লাগলে শোধনাগার ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় এবং পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। এতে রাজধানী মালেতে প্রায় লক্ষাধিক মানুষ চরম পানি সংকটে পড়ে।
এ প্রেক্ষিতে দেশটির সরকার গত ৫ ডিসেম্বর জাতীয় বিপর্যয় ঘোষণা করে। বাংলাদেশ সরকারের নির্দেশনায় অতি স্বল্প ও দ্রুততম সময়ে নৌবাহিনী জাহাজ ‘সমুদ্রজয়’ মালদ্বীপে জরুরি ভিত্তিতে এক লাখ লিটার (১০০ টন) বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ভ্রাম্যমাণ পাঁচটি ডিস্যালাইনেশন প্ল্যান্ট নিয়ে মালদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে।
বর্তমানে দেশটিতে প্রধান পানি শোধনাগারের সমস্যা আংশিকভাবে নিরসনের মাধ্যমে শহরে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। তবে দেশটির এই পানি সরবরাহ ব্যবস্থা বর্তমানে পর্যাপ্ত নয়। তাই বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সমুদ্রজয়’ দেশটির জরুরি পানি সংকট মোকাবেলায় নিজস্ব প্ল্যান্টে প্রতিদিন ১০ টন সুপেয় পানি উৎপাদনের ক্ষমতা নিয়ে রাজধানী মালে বন্দরে অবস্থান করছে। ১৪ ডিসেম্বর সমুদ্রজয় জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে মালদ্বীপ ত্যাগ করবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান