কুষ্টিয়া: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জনগণ যদি আন্দোলন করে তবেই সরকার খোদা হাফেজ বলে বিদায় নেবে। কিন্তু খালেদা জিয়ার ধমকে নিয়মতান্ত্রিক সরকার পদত্যাগ করবে না।
শুক্রবার বেলা ১১টায় পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা কলেজের শিক্ষক নিয়োগের পরীক্ষা কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন , সরকার মনে করে জঙ্গীবাদ কিছুটা দমন হলেও এখনও তারা নিশ্চিহ্ন হয়নি। ফলে বাংলাদেশকে ও মানুষের জান-মাল এবং ধর্মের নিরাপত্তা বিধানের জন্য জঙ্গীবাদের বিরুদ্ধে যে অভিযান চলছে তা অব্যাহত থাকবে, এবং কঠোরভাবে পরিচালিত হবে।
এসময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খালেদা জিয়ার প্রতি কোনো অত্যাচার করা হচ্ছে না। সরকার এবং প্রশাসন যদি স্বৈরাচার হতো এবং আইন নিজের হাতে তুলে নিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতো তবে খালেদা জিয়ার তো দশবার ফাঁসি হয়ে যেত। বিএনপি নেতাকর্মীদের প্রতি অত্যাচার করা হচ্ছে এটি মিথ্যা কথা।
শুধু যখন খালেদা জিয়া আন্দোলনের হুংকার দিয়ে বোমা হাতে মানুষ লেলিয়ে দেয়, সেই মিছিলকে সর্তকতার সাথে দেখা হয় বলে জানান তিনি।
এ সময় ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামছুল বারী, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও কলেজের শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ শিক্ষক-কর্মকর্তা কর্মচারীরা ও জাসদের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান