মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয় এর অধীনে ঢাকা মহানগরীতে ১১ টি উচ্চ বিদ্যালয় ও ৬ টি মহাবিদ্যালয় (সরকারি) স্থাপন প্রকল্প হাতে নেয়া হয় ২০১২ সালে । সেই পরিকল্পনার আওতাধীন একটি উচ্চ বিদ্যালয় স্থাপনের কাজ গত বছর শুরু হয় ডেমরা থানার “আমুলিয়া মডেল টাউন” আবাসিক এলাকায়। ডেমরা থানার মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন রতন তার নিজ প্রকল্প “আমুলিয়া মডেল টাউন” এ উক্ত প্রকল্পের চেয়ারম্যান এবং আলহাজ্ব জয়নাল আবেদীন রতন এর ছোট ভাই আলহাজ্ব আতিকুর রহমান আতিকের সম্মতিতে মোট ১ একর জমি সরকারকে দান করার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু তারা একটি আর্জি সরকারের সামনে তুলে ধরেন, তা হল বিদ্যালয়টির নামকরণ তাদের পিতা অর্থাৎ হাজী এম এ গফুরের নামে করতে হবে। সরকার পক্ষ তাদের প্রস্তাবে আশ্চর্য হয়ে যান এবং তাদের প্রস্তাবে সম্মতি প্রদান করেন। বিদ্যালয়টির নাম নির্ধারণ করা হয় “হাজী এম এ গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়”। এরই পরিপ্রেক্ষিতে গত বছর বিদ্যালয়টির নির্মাণ কাজ শুরু হয়। এবছর মোট ৩০০ জন শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টির পাঠ্য কার্যক্রম চালু হয় ।
খালেদ হোসেন সিফাত (ডেমরা প্রতিনিধি)