চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়ায় পারিবারিক কলহের কারণে রবিউল ইসলাম (৫০) কে শ্বাসরোধ করে হত্যা করেছে স্ত্রী জাহিরা ও তার দুই মেয়ে।
শুক্রবার দুপুর ১ টার দিকে তার নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ ।
এসময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্ত্রী জাহিরা খাতুন (৪৫) ও ছেলে শান্তি (২৫), মেয়ে রেহেনা খাতুন (৩০) ও সাবিনা খাতুন (২৭) কে আটক করে।
নিহত রবিউল ইসলাম আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের আজাহার বিশ্বাসের ছেলে এবং সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মজিবর রহমানের জামাতা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে রবিউল ইসলামের কাছে তার স্ত্রী জাহিরা খাতুন, মেয়ে রেহেনা ও সাবিনা তাদের নামে জমি রেজিষ্ট্রি করে দিতে বলে। জমি দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে রবিউল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে। সকালে রবিউল ইসলাম মারা গেছে প্রচার করে তার স্ত্রী ও মেয়েরা।
এলাকাবাসী নিহতের গলায় ও শরীরে আঘাতে চিহ্ন দেখে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে সদর থানা পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এরপর পুলিশ নিহতের স্ত্রী, ছেলে ও মেয়েকে আটক করে।
সদর থানার এএসআই শফিকুল ইসলাম জানান, হত্যা না স্বাভাবিক মৃত্যু তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে তাকে খুন করা হতে পারে। তবে নিহতের গলায় ও শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান