বগুড়া: বগুড়ায় বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ১৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।
শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান এবং ফয়সাল হক এ করাদ- দেন।
পুলিশ জানায়, মোবাইল ফোনের মাধ্যমে বগুড়া শহরের প্রি-ক্যাডেটসহ তিনটি কেন্দ্রে পরীক্ষার্থীদের কাছে ফাঁস হওয়া প্রশ্নের উত্তর আসার পর তা পরীক্ষার্থীরা লিখতে শুরু করলে পরিদর্শকদের নজরে আসে। পরে তিনটি কেন্দ্র থেকে পুলিশ ১৪ জনকে গ্রেফতার করে।
১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী দুই ধরনের অপরাধ করায় জাসুরুল ইসলাম নামে একজনকে ২ মাস এবং অপর ১৩ জনের প্রত্যেককে একমাস করে কারাদণ্ড দেয় ।
উল্লেখ্য, পরীক্ষার আগের রাত থেকেই পরীক্ষার্থীদের নিকট মোবাইল ফোনের ম্যাসেজের মাধ্যমে প্রশ্নপত্র আসার খবর ছড়িয়ে পড়ে।
একটি চক্র ১০-২০ হাজার টাকার বিনিময়ে এসব প্রশ্নপত্র পরীক্ষার্থীদের নিকট সরবরাহ করে বলে জানা গেছে।