পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

আন্দোলন করে সরকার হঠানোর মুরোদ বিএনপির নেই: ওবায়দুল কাদের

ঢাবি: আন্দোলন করে সরকার হঠানোর মুরোদ বিএনপির নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটরিয়ামে “শহীদ বুদ্ধিজীবী দিবস” উপলক্ষ্যে ঢাবি শাখা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা বিশ্ববিদালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বন্ধের ফলে দক্ষ নেতৃত্ব গড়ে উঠছে না। ছাত্র সংসদ নির্বাচন দিলে শিক্ষা প্রতিষ্ঠানে অশান্তি থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি শিক্ষামন্ত্রীকে অবলিম্বে ছাত্র সংসদ নির্বাচন ও দলের মধ্যে গণতন্ত্রের চর্চা করার আহ্বান জানিয়ে বলেন এতে ক্যাম্পাসে ছাত্রনেতাদের মাঝে খারাপ কাজ করার প্রবণতা দূর হবে।

আগামী তিন চার মাসের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা নির্বাচনকে কখনো ভয় পাই না। নির্বাচন কখনোই বিরোধীদলের আন্দোলনে বাধাগ্রস্থ হবে না। গত ছয় বছর ধরে আমরা আন্দোলন দেখে আসছি।

আন্দোলনের নামে সহিংসতা করা হলে কঠোর হস্তে দমন করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ক্ষমতার দাপট খাটিয়ে হল দখল করা কখনো ভালো দৃষ্টান্ত নয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার বিপক্ষ শক্তিরা দখল করে আছে। সেখানে তারা নিজেরা নিজেদেরকে ঠেকায় না বিশ্ববিদ্যালয় প্রশাসনই তাদেরকে ঠেকায়। আমরাই আমাদের প্রতিপক্ষ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে তিনি ছাত্রলীগকে প্রশ্ন করে বলেন, গত ২৮ বছর চট্টগ্রাম কলেজ, মুহসীন কলেজ কাদের দখলে। এই ২৮বছরে ছাত্রলীগের পক্ষ থেকে একটা মিছিলও বের করা হয়নি। যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে, স্বাধীনতার বিরোধীতা করেছে, তাদেরই ধ্যান ধারণার অনুসারীরা এই কলেজগুলো দখল করে আছে। আমরা নিজেদের খুব পাওয়ারফুল ভাবি। কিন্তু তাদের প্রতিরোধ করার কোনো সাহস আমাদের নেই।

তিনি আরো বলেন, রাবিতে প্রকাশ্য দিবালোকে একজন স্বাধীনতার স্বপক্ষের শক্তির শিক্ষককে হত্যা করা হচ্ছে। আমরা পরাজিতদের কাছে কেন বার বার পরাজিত হচ্ছি। সবকিছু ছাত্রলীগের দায় তা নয়। ছাত্রলীগ আমাদের তারুণ্যের অদম্য শক্তি। সেই দূর্বলতা নিয়ে আমাদের ভাবতে হবে।

ছাত্রদল সম্পর্কে তিনি বলেন, ছাত্রদলে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা হচ্ছে না বলেই নতুন নেতৃত্ব দিতে সমস্যা হচ্ছে। আমাদের নেতৃত্বের মাঝেও যেন এই সমস্যা না হয় সেদিকে নজর রাখার জন্য ছাত্রনেতাদের প্রতি তিনি আহ্বান জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে রক্ষা করার জন্য সব চেয়ে বড় ঝুঁকি, রাজনৈতিক ঝুঁকি নিয়েছেন। আমাদের কিছু কিছু ব্যক্তিদের কথা ও আচরণে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় কথাই মানুষকে বড় করে আবার ধ্বংস করে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি খালেদা জিয়ার কথা ব্যঙ্গার্থ করে বলেন, খালেদা জিয়া বলেছেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজ চরম সংকটে। আসলে দেশের সার্বভৌমত্ব নয় দল হিসেবে বিএনপি আজ চরম সংকটে। তাদের নেতারাই নাই তাহলে কর্মী আসবে কোথা থেকে?

মন্ত্রী আরো বলেন, বিএনপির নেতারা বলেছেন, গণতন্ত্র কবরে চলে গেছে। আসলে গণতন্ত্র নয় বিএনপির আন্দোলনের কফিন কবরে চলে গেছে। আন্দোলনের নামে নাশকতা ও সহিংসতা হলে তা কঠোর হস্তে দমন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আন্দোলনে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু আন্দোলনের নামে কোন সহিংসতা মেনে নেওয়া যাবে না। বিএনপি নেতাদের শক্তি কমে আসছে বলেও তিনি উল্লেখ করেন।

ঢাবি ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর শরীফের সঞ্চালনায় এসময় আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আব্দুল মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগসহ কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

আন্দোলন করে সরকার হঠানোর মুরোদ বিএনপির নেই: ওবায়দুল কাদের

আপডেট টাইম : ১২:০০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০১৪

ঢাবি: আন্দোলন করে সরকার হঠানোর মুরোদ বিএনপির নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটরিয়ামে “শহীদ বুদ্ধিজীবী দিবস” উপলক্ষ্যে ঢাবি শাখা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা বিশ্ববিদালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বন্ধের ফলে দক্ষ নেতৃত্ব গড়ে উঠছে না। ছাত্র সংসদ নির্বাচন দিলে শিক্ষা প্রতিষ্ঠানে অশান্তি থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি শিক্ষামন্ত্রীকে অবলিম্বে ছাত্র সংসদ নির্বাচন ও দলের মধ্যে গণতন্ত্রের চর্চা করার আহ্বান জানিয়ে বলেন এতে ক্যাম্পাসে ছাত্রনেতাদের মাঝে খারাপ কাজ করার প্রবণতা দূর হবে।

আগামী তিন চার মাসের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা নির্বাচনকে কখনো ভয় পাই না। নির্বাচন কখনোই বিরোধীদলের আন্দোলনে বাধাগ্রস্থ হবে না। গত ছয় বছর ধরে আমরা আন্দোলন দেখে আসছি।

আন্দোলনের নামে সহিংসতা করা হলে কঠোর হস্তে দমন করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ক্ষমতার দাপট খাটিয়ে হল দখল করা কখনো ভালো দৃষ্টান্ত নয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার বিপক্ষ শক্তিরা দখল করে আছে। সেখানে তারা নিজেরা নিজেদেরকে ঠেকায় না বিশ্ববিদ্যালয় প্রশাসনই তাদেরকে ঠেকায়। আমরাই আমাদের প্রতিপক্ষ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্পর্কে তিনি ছাত্রলীগকে প্রশ্ন করে বলেন, গত ২৮ বছর চট্টগ্রাম কলেজ, মুহসীন কলেজ কাদের দখলে। এই ২৮বছরে ছাত্রলীগের পক্ষ থেকে একটা মিছিলও বের করা হয়নি। যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে, স্বাধীনতার বিরোধীতা করেছে, তাদেরই ধ্যান ধারণার অনুসারীরা এই কলেজগুলো দখল করে আছে। আমরা নিজেদের খুব পাওয়ারফুল ভাবি। কিন্তু তাদের প্রতিরোধ করার কোনো সাহস আমাদের নেই।

তিনি আরো বলেন, রাবিতে প্রকাশ্য দিবালোকে একজন স্বাধীনতার স্বপক্ষের শক্তির শিক্ষককে হত্যা করা হচ্ছে। আমরা পরাজিতদের কাছে কেন বার বার পরাজিত হচ্ছি। সবকিছু ছাত্রলীগের দায় তা নয়। ছাত্রলীগ আমাদের তারুণ্যের অদম্য শক্তি। সেই দূর্বলতা নিয়ে আমাদের ভাবতে হবে।

ছাত্রদল সম্পর্কে তিনি বলেন, ছাত্রদলে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা হচ্ছে না বলেই নতুন নেতৃত্ব দিতে সমস্যা হচ্ছে। আমাদের নেতৃত্বের মাঝেও যেন এই সমস্যা না হয় সেদিকে নজর রাখার জন্য ছাত্রনেতাদের প্রতি তিনি আহ্বান জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে রক্ষা করার জন্য সব চেয়ে বড় ঝুঁকি, রাজনৈতিক ঝুঁকি নিয়েছেন। আমাদের কিছু কিছু ব্যক্তিদের কথা ও আচরণে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় কথাই মানুষকে বড় করে আবার ধ্বংস করে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি খালেদা জিয়ার কথা ব্যঙ্গার্থ করে বলেন, খালেদা জিয়া বলেছেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজ চরম সংকটে। আসলে দেশের সার্বভৌমত্ব নয় দল হিসেবে বিএনপি আজ চরম সংকটে। তাদের নেতারাই নাই তাহলে কর্মী আসবে কোথা থেকে?

মন্ত্রী আরো বলেন, বিএনপির নেতারা বলেছেন, গণতন্ত্র কবরে চলে গেছে। আসলে গণতন্ত্র নয় বিএনপির আন্দোলনের কফিন কবরে চলে গেছে। আন্দোলনের নামে নাশকতা ও সহিংসতা হলে তা কঠোর হস্তে দমন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আন্দোলনে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু আন্দোলনের নামে কোন সহিংসতা মেনে নেওয়া যাবে না। বিএনপি নেতাদের শক্তি কমে আসছে বলেও তিনি উল্লেখ করেন।

ঢাবি ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর শরীফের সঞ্চালনায় এসময় আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আব্দুল মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগসহ কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।