ব্রাহ্মণবাড়িয়া : পূর্ব শত্রুতার জের ধরে সৌদি আরবে গুলিতে নিহত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খোলাপাড়া গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে এখন কান্নার রোল।
শুক্রবার সকালে তাদের বাড়িতে গেলে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
গত রোববার আশুগঞ্জের খোলাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে রফিকুল ইসলামকে সৌদি আরবে নামাজ পড়ার সময় সেজদা অবস্থায় তিনটি গুলি করা হয়। এ সময় তিনি ঘটনাস্থলেই নিহত হন। এঘটনায় আরেক ভারতীয় গুরুতর আহত হয়।
নিহত রফিকুল ইসলামের বড় ভাই কামাল উদ্দিন জানান, তাদের তিন ভাইয়ের মধ্যে দুই ভাই সৌদিতেই থাকেন। ঘটনার পরপরই ছোট ভাই ইব্রাহিম ফোন করে রফিকুলের নিহতের খবর বাড়িতে দেন।
তিনি জানান, সৌদিতে রফিকুলের মালিকের ভাগ্নে গুলি করে তাকে হত্যা করেছে। রফিকুল সেখানে গাড়ি চালানোর পাশাপাশি একটি দোকান পরিচালনা করতেন। এছাড়াও একটি মসজিদে মোয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন তিনি।
সৌদি পুলিশ রফিকুলের হত্যাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। রফিকুল আগামী জানুয়ারি মাসে তার বড় ছেলেকে স্কুলে ভর্তির জন্যে দেশে ফেরার কথা ছিল।
নিহত রফিকুলের লাশ যত দ্রুত সম্ভব দেশে আনার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তার বড় ভাই কামাল উদ্দিন।
রফিকুল প্রায় ছয় মাস আগে সর্বশেষ দেশে এসেছিলেন। তার মৃত্যুর খবর পাওয়ার পর ভেঙ্গে পড়েছে তার পরিবার। মা-বাবা আর স্ত্রী হেলেনা আক্তার (২৮) বারবার মূর্ছা যাচ্ছেন। রফিকুলের স্ত্রী হেলেনা আক্তার হত্যাকারীর দৃষ্টান্ত মুলক শাস্তি এবং ক্ষতিপূরণ দাবি করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান