অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত

বিএনপি-জামায়াত জোট নিয়ে কথা বলেনি ইইউ

লন্ডন : গত ১০ ডিসেম্বর কয়েকটি সংবাদ মাধ্যমে ইউরোপীয় ডেলিগেশনের স্টেটমেন্ট বিশেষ করে জিন ল্যাম্বার্টের প্রেস কনফারেন্সে দেয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।

জিন ল্যাম্বার্টের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমগুলোতে “বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়া” নিয়ে যে প্রতিবেদন প্রকাশ ও প্রচার করা হয়েছে তার প্রতিবাদও জানিয়েছে ব্যারিস্টার মোল্লা।

বৃহস্পতিবার এক ইমেইল বার্তায় তিনি এ প্রতিবাদ জানান।

ব্যারিস্টার মোল্লা জানিয়েছেন, ইউরোপীয় ডেলিগেশনের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। যা ইইউ ডেলিগেশন টিম তাদের বক্তব্য উল্লেখ করেননি।

জামায়াতের ইউরোপের মুখপাত্র জানিয়েছেন, ১০ ডিসেম্বরের প্রেস কনফারেন্সে ইউরোপীয় ডেলিগেশন (বিএনপি-জামায়াত জোট) নিয়ে কোনো আলোচনা করেননি।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বর্তমান সরকারকে খুশি করতেই ইচ্ছেকৃতভাবে এরকম বিভ্রান্তিমূলক সংবাদ ইইউ ডেলিগেশনের রেফারেন্সে প্রকাশ করা হয়েছে। যা সঠিক সাংবাদিকতা নীতিমালার পরিপন্থী বলেও তিনি মন্তব্য করেছেন।

ব্যারিস্টার মোল্লা আরো বলেন, গণতান্ত্রিক কাঠামো, সংসদীয় গণতন্ত্র বা গণতান্ত্রিক ব্যবস্থার সমালোচনা করার মতো কোন ধরনের ম্যান্ডেট ইউরোপীয় ইউনিয়নের নেই বা তারা এরকম কোন কাজ করেও না। কারো মনগড়া কোন বক্তব্য নিশ্চয়ই ইইউ ডেলিগেশনের বলে চালিয়ে দেয়া ঠিক নয়। এতে সত্যের পরিপন্থি হয়।

প্রতিনিধিত্ব ও জবাবদিহিমূলক সরকার, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ও গণতান্ত্রিক পন্থায় দল পরিচালনার ব্যাপারে তারা গুরুত্বারোপ করে থাকেন।

তিনি আরো বলেন, জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কিংবা সঙ্গ ছাড়ার জন্য কোন যুক্তিসঙ্গত কারণ নেই, এমনকি জামায়াতে ইসলামী গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকিও নয়। রাজনৈতিক দলগুলো সরকার গঠনের সুযোগ লাভ করে থাকে অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে। বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি শুভফল বয়ে আনতে পারে না।

ইউরোপীয়ান ডেলিগেশনের বক্তব্যের সূত্র ধরে জামায়াতের মুখপাত্র আরো বলেন, এখন পর্যন্ত কোন বিচারবিভাগীয় তদন্ত কিংবা কোন আদালতের বিচারের মাধ্যমে জামায়াতে ইসলামী স্বাধীনতার সময়কালীন কোন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বা অপরাধী ছিলো বলে প্রমাণিত হয়নি।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন নয় বরং সরকার বিএনপি ও জামায়াতের মধ্যে ভাগাভাগি সৃষ্টি করে গণতান্ত্রিক কাঠামো সমূহকে আরো দুর্বল করতে চাচ্ছে।

ব্যারিস্টার মোল্লা বলেন, একটি বৈধ গণতান্ত্রিক রাজনৈতিক দলের বিরুদ্ধে অগণতান্ত্রিক বক্তব্য দেয়া- ইউরোপীয় ইউনিয়নের নীতির বিরুদ্ধে।

ব্যারিস্টার মোল্লা বলেন, ইউরোপীয় পার্লামেন্ট হলো ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার একটি পার্লামেন্টারি সিস্টেম। আর এ দুই সংস্থার কার্যক্রম- দুটি সংস্থা সম্পূর্ণ ভিন্নভাবেই হয়ে থাকে।

তিনি বলেন, জামায়াত মনে করে বাংলাদেশে গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, প্রতিনিধিত্বশীল সরকার গঠনের লক্ষ্যে ইইউ মুখ্য ভূমিকা পালন করতে পারে।

অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণের উত্তম পন্থা বলে মনে করে তার দল।

Tag :
জনপ্রিয় সংবাদ

রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু

বিএনপি-জামায়াত জোট নিয়ে কথা বলেনি ইইউ

আপডেট টাইম : ১১:৫০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০১৪

লন্ডন : গত ১০ ডিসেম্বর কয়েকটি সংবাদ মাধ্যমে ইউরোপীয় ডেলিগেশনের স্টেটমেন্ট বিশেষ করে জিন ল্যাম্বার্টের প্রেস কনফারেন্সে দেয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।

জিন ল্যাম্বার্টের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমগুলোতে “বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়া” নিয়ে যে প্রতিবেদন প্রকাশ ও প্রচার করা হয়েছে তার প্রতিবাদও জানিয়েছে ব্যারিস্টার মোল্লা।

বৃহস্পতিবার এক ইমেইল বার্তায় তিনি এ প্রতিবাদ জানান।

ব্যারিস্টার মোল্লা জানিয়েছেন, ইউরোপীয় ডেলিগেশনের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। যা ইইউ ডেলিগেশন টিম তাদের বক্তব্য উল্লেখ করেননি।

জামায়াতের ইউরোপের মুখপাত্র জানিয়েছেন, ১০ ডিসেম্বরের প্রেস কনফারেন্সে ইউরোপীয় ডেলিগেশন (বিএনপি-জামায়াত জোট) নিয়ে কোনো আলোচনা করেননি।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বর্তমান সরকারকে খুশি করতেই ইচ্ছেকৃতভাবে এরকম বিভ্রান্তিমূলক সংবাদ ইইউ ডেলিগেশনের রেফারেন্সে প্রকাশ করা হয়েছে। যা সঠিক সাংবাদিকতা নীতিমালার পরিপন্থী বলেও তিনি মন্তব্য করেছেন।

ব্যারিস্টার মোল্লা আরো বলেন, গণতান্ত্রিক কাঠামো, সংসদীয় গণতন্ত্র বা গণতান্ত্রিক ব্যবস্থার সমালোচনা করার মতো কোন ধরনের ম্যান্ডেট ইউরোপীয় ইউনিয়নের নেই বা তারা এরকম কোন কাজ করেও না। কারো মনগড়া কোন বক্তব্য নিশ্চয়ই ইইউ ডেলিগেশনের বলে চালিয়ে দেয়া ঠিক নয়। এতে সত্যের পরিপন্থি হয়।

প্রতিনিধিত্ব ও জবাবদিহিমূলক সরকার, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ও গণতান্ত্রিক পন্থায় দল পরিচালনার ব্যাপারে তারা গুরুত্বারোপ করে থাকেন।

তিনি আরো বলেন, জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কিংবা সঙ্গ ছাড়ার জন্য কোন যুক্তিসঙ্গত কারণ নেই, এমনকি জামায়াতে ইসলামী গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকিও নয়। রাজনৈতিক দলগুলো সরকার গঠনের সুযোগ লাভ করে থাকে অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে। বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি শুভফল বয়ে আনতে পারে না।

ইউরোপীয়ান ডেলিগেশনের বক্তব্যের সূত্র ধরে জামায়াতের মুখপাত্র আরো বলেন, এখন পর্যন্ত কোন বিচারবিভাগীয় তদন্ত কিংবা কোন আদালতের বিচারের মাধ্যমে জামায়াতে ইসলামী স্বাধীনতার সময়কালীন কোন অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বা অপরাধী ছিলো বলে প্রমাণিত হয়নি।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন নয় বরং সরকার বিএনপি ও জামায়াতের মধ্যে ভাগাভাগি সৃষ্টি করে গণতান্ত্রিক কাঠামো সমূহকে আরো দুর্বল করতে চাচ্ছে।

ব্যারিস্টার মোল্লা বলেন, একটি বৈধ গণতান্ত্রিক রাজনৈতিক দলের বিরুদ্ধে অগণতান্ত্রিক বক্তব্য দেয়া- ইউরোপীয় ইউনিয়নের নীতির বিরুদ্ধে।

ব্যারিস্টার মোল্লা বলেন, ইউরোপীয় পার্লামেন্ট হলো ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার একটি পার্লামেন্টারি সিস্টেম। আর এ দুই সংস্থার কার্যক্রম- দুটি সংস্থা সম্পূর্ণ ভিন্নভাবেই হয়ে থাকে।

তিনি বলেন, জামায়াত মনে করে বাংলাদেশে গণতান্ত্রিক, জবাবদিহিমূলক, প্রতিনিধিত্বশীল সরকার গঠনের লক্ষ্যে ইইউ মুখ্য ভূমিকা পালন করতে পারে।

অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণের উত্তম পন্থা বলে মনে করে তার দল।