নাটোর: নাটোরের বড়াইগ্রামে মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা বেগমের সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে করা মামলায় গ্রেফতার হয়েছেন তিন মানবাধিকার কর্মী।
তবে আটককৃত মানবাধিকার কর্মীদের অভিযোগ, ভাইস চেয়ারম্যানের চাকরি ও বেসরকারি কলেজে ভর্তির নামে ২৩ লাথ টাকা আত্মসাতের তদন্ত করায় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আটক করা হয়েছে।
ভাইস চেয়ারম্যান হেলেনা বেগমের করা মামলায় বৃহস্পতিবার ভোরে বড়াইগ্রামের বনপাড়া এলাকা থেকে অভিযুক্ত ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে ভাইস চেয়ারম্যান টাকা আত্মসাত ও আটককৃতরা তাদের বিরুদ্ধে চাঁদাবাজির আনিত অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশ , মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা বেগম বাদী হয়ে তার কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে- এমন অভিযোগে বড়াইগ্রাম থানায় ৮ ডিসেম্বর ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার প্রেক্ষিতে পুলিশ বনপাড়া ও বাগাতিপাড়া থেকে শুভ, শাহিন হোসেন ও এলাকার এমদাদ হোসেনকে বাড়ি থেকে আটক করে।
আটককৃত শুভ বড়াইগ্রামের বনপাড়ার সরদারপাড়া এলাকার শাহ আলমের, শহিদুল ইসলাম শাহিন বনপাড়া বাজারের শাহজাহান ও এমদাদ বাগাতিপাড়ার নূরপুর মালঞ্চি গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।
এলাকাবাসী জানায় , দুই মাস আগে আন্তনী গমেজ হৃদয়, রাজু আহম্মেদ, শাহিন, শুভ, ইমদাদুল, নাজমুল হকসহ ১০-১২ জন যুবক “আর্ন্তজাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা” নামে বনপাড়া আরএস মার্কেটে “নাটোর জেলা কার্যালয়” একটি অফিস খোলে। এরপর থেকে তারা নিজেদেরকে বিভিন্ন পত্রিকার স্টাফ রিপোর্টার পরিচয় দিয়ে হয়রানির ভয় দেখিয়ে চাঁদা দাবি করে আসছিলেন।
সম্প্রতি তারা দুস্থদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরণের নামে ইউএনও অফিসসহ সকল দপ্তরে এবং বনপাড়া বাজারের অধিকাংশ দোকানে চিঠি দিয়ে চাঁদা দাবি করে।
একইভাবে তারা বড়াইগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা বেগমের অফিস কক্ষে এসে তার নিকট দুই লাখ টাকা চাঁদা দাবি করে।
এ ঘটনায় তিনি (হেলেনা বেগম) বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে (বড়াইগ্রাম) চারজনের নামে একটি চাঁদাবাজি মামলা (নং ২০৩/২০১৪) দায়ের করেন। মামলা করায় অভিযুক্তরা মামলা তুলে নেয়ার এবং চাঁদার দাবিতে মোবাইল ফোনে তাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে হত্যার হুমকি দিতে থাকে। পরে বুধবার সন্ধায় তাদের নামে পুনরায় চাঁদাবাজি ও হুমকির অভিযোগে আটজনকে আসামি করে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করলে রাতেই পুলিশ তিনজনকে আটক করে।
এ সময় আটককৃতদের নিকট থেকে মাইটিভি, দৈনিক চৌকস পত্রিকার কার্ড জব্দ করা হয়।
তবে চাঁদাবাজির বিষয়টি খোঁজ নিতে গিয়ে বেরিয়ে আসে নানা তথ্য।
মানবাধিকার সাংবাদিক সংস্থার দায়িত্বরত কর্মকর্তারা জানায়, উপজেলার ছাতিয়ানগাছা গ্রামের বাসিন্দা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা বেগম চাকরি দেয়ার নাম করে এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে প্রায় ২৩ লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু নানা টালবাহানায় তাদের চাকরি না দিয়ে ঘুরাতে থাকেন। এরই প্রেক্ষিতে এলাকায় একাধিক দেন দরবার হয়।
এমন এক সালিশি বৈঠকে থাকা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম বলেন, “অভিযোগকারীরা সুনির্দিষ্ট প্রমাণ না দিতে পারায় বিষয়টি জটিলতার দিকে মোড় নেয়। এর প্রেক্ষিতে ইউএনও সহ আমরা উভয়পক্ষকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেই। তারপর আটকের বিষয়টি শুনেছি। তবে আটককৃতরা শীতবস্ত্র বিতররণের নামে বিভিন্ন জায়গায় টাকা চেয়েছে।”
এদিকে এর প্রেক্ষিতে ভুক্তভোগী ওই ব্যক্তিরা টাকা উদ্ধারের জন্য বিভিন্ন লোকজন ও সংগঠনের শরনাপন্ন হয়। তারা ভাইস চেয়ারম্যানের দূর্নীতির কারণ উল্লেখ করে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কাছে আবেদন করে। এর প্রেক্ষিতে ওই মানবাধিকার কর্মীরা বড়াইগ্রাম থানা পুলিশের সহায়তার ভিজ্যুয়াল ক্যামেরাসহ তদন্ত করে। তদন্তে হেলেনা বেগমের বিরুদ্ধে এলাকার লোকজন নানা অভিযোগ করে।
সে সময় তদন্তে যাওয়া দলের সঙ্গে পুলিশের এএসআই বিষয়টি স্বীকার করে বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি ওই দলের সঙ্গে গিয়েছিলাম।”
মানবাধিকার সংস্থার রাজশাহী বিভাগীয় মহাসচিব মাসুদ রানা বলেন, “ভাইস চেয়ারম্যান নিজের দোষ ঢাকার জন্য আমাদের সদস্যদের বিরুদ্ধে মামলা করে গ্রেফতার করিয়েছেন। আমাদের সদস্যদের সে সময় পুলিশও ছিল তাহলে পুলিশদের বিরুদ্ধে মামলা হলো না কেন?”
সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল সাইফুল ইসলাম বলেন, “আমরা সরকারের লাইসেন্স নিয়ে সারাদেশে কাজ করছি এবং হেলেনা বেগমের বিরুদ্ধে অভিযোগের তদন্তে যাওয়ার সময় পুলিশ , স্থানীয় প্রশাসনসহ সকলকে জানিয়ে সেখানে গিয়েছিলাম।”
এছাড়া তিনি বলেন , “হেলেনা বেগম আমাদের বিরুদ্ধে আদালত থেকে সমন জারি করেছেন তারপর মামলা করেন কিভাবে?
হেলেনা বেগমের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ প্রদানকারী লালপুর থানার বেলগাছি গ্রামের এহিয়া খান বলেন, “ভাইস চেয়ারম্যান সে ও আরো দুইজন ব্যক্তি বনপাড়ার মৃধাপাড়ার হাবিবুর রহমান হবি ও ধুলিয়ার শাহিনুর রহমানের কাছ থেকে তার সন্তানদের বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ও স্বাস্থ্য বিভাগে চাকুরির কথা বলে প্রায় ২৩ লাখ টাকা নেন। কিন্তু কাজে ব্যর্থ হলে টাকা না দিয়ে নানা টালবাহানা ও পরে হুমকি প্রদান করেন।
কিন্তু এ ব্যাপারে কেন মামলা করেননি? এমন প্রশ্নে তিনি বলেন, “টাকা যদি না দেয় তাই মামলা করিনি। তবে মানবাধিকার সংস্থায় মামলা করেছি।”
এ ব্যাপারে বড়াইগ্রাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান টাকা নেওয়ার কথা অস্বীকার করল্ওে হাবিবুর রহমান হবির কাছ থেকে ধার নেওয়া টাকা পরিশোধ করেছেন বলে জানান। তিনি বলেন, “এরা সাধারণ মানুষকে জিম্মি করে বাদী সাজিয়ে এমনিভাবে প্রতারণা করে। তারা শীতবস্ত্র বিতরণসহ মানুষকে হুমকি দিয়ে চাঁদাবাজি করলেও এতোদিন ধরাছোঁয়ার বাইরে ছিল আমি সাহসী হয়ে বিষয়টি নিয়ে আইনের শরনাপন্ন হয়েছে প্রশাসন আমাকে সাধুবাদ জানিয়েছে।”
অভিযুক্ত সংগঠন আর্ন্তজাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার নাটোর শাখার সাধারণ সম্পাদক আন্তনী গমেজ হৃদয় মোবাইল ফোনে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে জানান, “মামলা ও গ্রেপ্তার বিষয়ে আমরা সিদ্ধান্ত ঢাকায় জানিয়েছি।”
এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক বলেন, “ওনারা বিদেশি সংস্থার কথা বলে চাঁদা তুলে কেন? বিদেশি দাতারাই তো আমাদের সাহায্য দেয়। এমনকি তারা প্রশাসনের বিভিন্ন মহলেও চাঁদা দাবি করেছে। ফলে সুনির্দিষ্ট অভিযোগে তাদের আটক করা হয়েছে।
তবে এই সংস্থাকেই কেন আগে তদন্ত কালে পুলিশি সহায়তা দেয়া হয়েছিল? এমন প্রশ্নে তিনি বলেন, “সে সময় বিষয়টি এতোটা খতিয়ে দেখা হয় নাই। এখন খতিয়ে দেখে তাদের ব্যাপারে স্বচ্ছতার প্রমাণ মিলছে না।”
তিনি আরো বলেন, “ভাইস চেয়ারম্যান হেলেনা যদি কোনো অপরাধ করে থাকেন কেউ মামলা করলে তা গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আটককৃতদের দুপুরে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাদিরা সুলতানার আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।