বার্সেলোনা: একটার পর একটা রেকর্ড গড়ছেন লিওনেল মেসি৷ রাউলের রেকর্ড ভেঙে চূড়মার করে দিচ্ছেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার৷ চ্যাম্পিয়ন্স লিগে রাউলের সর্বোচ্চ গোলের রেকর্ড মেসি আগেই ভেঙেছেন৷ এতোদিন পর্যন্ত ইউরোপে সেরা গোলদাতা দিলেন রাউলই৷ রাউলের সেই রেকর্ডও ছুঁয়ে ফেললেন তিনি৷ এবার রাউলকে টপকে ইউরোপ সেরা হওয়ার পালা মেসির৷
ইউরোপে রাউল আর মেসি দুজনের গোলই এখন ৭৬টি। মেসি ৭৫টি গোল করেছেন চ্যাম্পিয়ন্স লিগে, আরেকটি গোল করেছেন উয়েফা সুপার কাপে। মেসির ঠিক পরেই রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷ তার গোল সংখ্যা ৭৫টি৷ এরপর রয়েছেন যথাক্রমে- ইনজাগি (৭০), গার্ড মুলার (৬৯), আন্দ্রে শেভচেঙ্কো ( ৬৭) ও নিস্তলরয় (৬২)৷ -ওয়েবসাইট
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান